সাকসেস পার্টি দিল নয়না মোরে


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২১ জানুয়ারী '২৬):- 'টি কাপস অ্যাণ্ড টার্নিং পয়েন্টস' নামাঙ্কিত গল্পের বই প্রকাশের উত্তর সফলতাকে আনন্দমুখরিত করে তুলতে বান্ধবী ও শুভার্থীদের সাথে আনন্দে মাতলেন গল্প লেখিকা নয়না মোরে।

নয়না মোরে জানিয়েছেন, "১৬ টা ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে  প্রকাশিত হয়েছিল 'টি কাপস অ্যাণ্ড টার্নিং পয়েন্টস'।

Comments