অভিনয় দেখিয়ে রুপালি পর্দায় কাজের সুযোগ পেলেন ১৫ শিল্পী


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৭ জুলাই '২২):- একই ছাদের তলায় ২৪ জন নবীন শিল্পীর অভিনয় দেখে, তাদের মধ্যে থেকে ১৫ জনকে নিজেদের আগামী কাজগুলোতে শিল্পী রূপে কাজে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন কোলকাতার বেশ কিছু প্রযোজক তথা পরিচালক।

বলে রাখা ভালো, আজ কোলকাতা-র রানিকুঠি এলাকার এক স্টুডিও-তে বসেছিল অভিনয় দেখে শিল্পী চয়নের বাস্তবোচিত এক অনুষ্ঠান শিবির।
'কোলকাতা ফিল্মস' (Kolkata Films) ও 'এম এম মডেলিং হাউস' (M M Modeling House) আয়োজিত আজকের এই শিল্পী চয়ন অনুষ্ঠানে বিচারক রূপে হাজির ছিলেন চারজন পরিচালক অরূপকুমার দে, জয়দেব পারিয়াল, অরিজিৎ দে, কঙ্কন ভট্টাচার্য, প্রযোজক পরিচালক গৌতম চক্রবর্তী ও অভিনেতা অরিন্দম চ্যাটার্জি।


আজ শিল্পী চয়ন চলাকালীন দুই পরিচালক অরূপকুমার দে এবং জয়দেব পারিয়াল আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসা ২৪ জন শিল্পীর মধ্যে থেকে ২ জনকে সংবাদমাধ্যমের সামনেই তাঁদের আগামী কাজে নেওয়ার প্রতিশ্রুতি দান করেন।

অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই অনুষ্ঠানের মূল আয়োজক তথা 'কোলকাতা ফিল্মস '-এর কর্ণধার স্নেহাশিস ভঞ্জ ওরফে চিরঞ্জিত জানান, "আজ যেসব শিল্পীদের কাজে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হল তারা যাতে ভবিষ্যতে সত্যি কাজ পায়, সেটা দেখাই এই মুহূর্তে আমার অন্যতম দায়িত্ব।"
শ্রী ভঞ্জ সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আরো জানান, "এ বছর আমাদের সংস্থা ৪ বছরে পা দিল। এর মধ্যে ২ বছর অতিমারীর মধ্যেই কেটে গেছে, তারপরও গতবছর আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ১০০ জন কাজ পেয়েছেন।"

Comments