মুনমুন সেনের উপস্থিতিতে উন্মোচিত হল টাচিং টুমরো-মিরাক্যাল ডু হ্যাপেন


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২২ জানুয়ারী '২৬):- বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রকাশিত হল চিকিৎসক সুপর্ণা গঙ্গোপাধ্যায় এবং ডঃ লাল ভাটিয়া-র গ্রন্থ 'টাচিং টুমরো-মিরাক্যাল ডু হ্যাপেন' (Touching Tomorrow - Miracles Do Happen) নামাঙ্কিত এক গ্রন্থ।

বলে রাখা ভালো, এই গ্রন্থের সহ লেখক রূপে রয়েছেন দেবসাথী ব্যানার্জি ও প্রবীর ঘোষ।

সেবানিবৃত্ত আরক্ষা আধিকারিক এম কে সিং (আই পি এস) এবং বাচি কারকারিয়া সহ উপস্থিত অন্য অতিথিবৃন্দ লেখক জুটিকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিভিন্ন স্মৃতিচারণ করেন।

Comments