কলকাতা (৯ জানুয়ারী '২৬):- ২০২৬-এর প্রথম সপ্তাহেই নতুন ব্যবসায় পদার্পণের ইঙ্গিত দিল অতীতের 'জয়ার অ্যাণ্ড কোম্পানী' (Jayer & Company), তথা আজকের 'জয়ার ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড' (Jayer India Private Limited)।
উত্তর ২৪ পরগনা জেলার পলতা রেল স্টেশন সংলগ্ন 'জয়ার ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড'-এর পড়ে থাকা ২৪ বিঘা জমির এক ষষ্ঠাংশ অর্থাৎ প্রায় ৪ বিঘা জমিতে সামাজিক তথা ব্যবসায়িক অনুষ্ঠানের প্রয়োজনে 'জয়ার লনস' (Jayer Lawns)-এর পথচলা শুরুর ঘোষণা হয়ে গেল।
আজ সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জয়ার ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড'-এর নির্দেশক বিশ্বনাথ মোদী (Viswanath Modi, Director, Jayer India Private Limited) জানিয়েছেন, "এই মুহূর্তে প্রকৃতির বুকে খোলামেলা পরিবেশে এক বিশাল ভূখণ্ডের সামান্য অংশের উপর আমরা ৮০০ ও ৩০০ জনের জমায়েত ও আমোদপ্রমোদের উপযুক্ত দুটো স্থানকে 'জয়ার লনস' রূপে চিহ্ণিত করেছি।"
'জয়ার লনস'-এর ক্রিয়েটিভ হেড শিবানী মোদী (Shivanl Modi, Creative Head, Jayer Lawns) বলেছেন, "অন্নপ্রাশন, পৈতে, বিয়ে সহ নানাবিধ সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিবিধ কার্যক্রম সুচারু ভাবে সম্পন্ন করার জন্য এখানে দুটো বাংলোও থাকছে। যেখানে অনুষ্ঠানের প্রয়োজনে নৈশাবাসেরও ব্যবস্থা থাকবে।"
সংস্থার নির্দেশক ও ক্রিয়েটিভ হেড-এর পাশাপাশি সংস্থার প্রবন্ধক অশোক মুখার্জি (Ashoke Mukherjee, Maneger, Jayer Lawns) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "প্রাথমিকভাবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হচ্ছে 'জায়ের লনস'। ভবিষ্যতে জনগণের মনোরঞ্জনের জন্য 'জায়ের লনস'-এর সঙ্গে যুক্ত হতে চলেছে সাড়ে তিন বিঘার এক পুষ্করিণী, যেখানে নৌকাবিহারও সম্ভব।"





Comments
Post a Comment