হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৩ জানুয়ারী '২৬):- বাদী ও বিবাদী দুই পক্ষের ভেতর গোপনীয়তা ও নিরপেক্ষতা বজায় রেখে কীভাবে মামলা মেটানো যায়, সেই বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করতে এবং বার্তা দিতে ৪৯ তম 'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা' প্রাঙ্গণে উপস্থিত হয়েছে 'কলকাতা উচ্চ ন্যায়ালয়'-এর 'মিডিয়েশন কমিটি'।
মিডিয়েশন কমিটি-র অন্যতম সদস্য তথা সাংবাদিক মোল্লা জসীমুদ্দিন জানিয়েছেন, "বইমেলার ৫ নম্বর তোরণের কাছাকাছি ৩২৫ নম্বর স্টলে আগ্রহী দর্শকরা গেলেই মিডিয়েশন বিভাগের কর্মীরা হাতে লিফলেট ও বই তুলে দিচ্ছেন।"
কলকাতা উচ্চ ন্যায়ালয়ের রেজিস্টার ইনসলভেন্সী এবং মিডিয়েশন কমিটি-র ভারপ্রাপ্ত আধিকারিক ডঃ শুভাশিষ মুহুরি-র বক্তব্য অনুযায়ী, "২০০৯ সাল থেকে কাজ করে চলেছে মিডিয়েশন কমিটি। এই কমিটির মধ্যে একদিকে যেমন রয়েছেন সেবানিবৃত্ত বিচারকগণ, তেমনই রয়েছেন সমাজের বিভিন্ন বর্গের ব্যক্তিরা।"

Comments
Post a Comment