হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৭ জানুয়ারী '২৬):- প্রখ্যাত সংবাদমাধ্যম 'অমর উজালা'-র সর্বোচ্চ শব্দ সম্মান 'আকাশদীপ' পুরস্কার পেতে চলেছেন বিশিষ্ট হিন্দী ছোটোগল্প লেখিকা মমতা কালিয়া এবং প্রখ্যাত মণিপুরী লেখিকা আরামবাম ওংবি মেমচৌবি।
বলে রাখা ভালো, ২০২৫ সালের 'আকাশদীপ' পুরস্কারের জন্য হিন্দী ভাষা বিভাগ থেকে মনোনীত হয়েছেন শ্রীমতি কালিয়া অপর পক্ষে অহিন্দী ভারতীয় ভাষা বিভাগ থেকে মনোনীত হয়েছেন শ্রীমতি মেমচৌবি।পুরস্কার রূপে দুজনের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র, গঙ্গা ভাস্কর্য ছাড়াও ৫ লাখ টাকা।
'অমর উজালা'-র তরফ থেকে গত বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জানুয়ারী এই তথ্য সামনে এনে বলা হয়েছে,"অতি দ্রুত এই পুরস্কার প্রদান করা হবে।"

Comments
Post a Comment