দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসা বাড়ানোর জন্য উদ্যোগপতিদের উৎসাহিত করছে ভারত সরকার


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৮ জানুয়ারী '২৬):- ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রক (Ministry of External Affairs, Government of India)-এর অধীন 'অ্যাসোসিয়েটেড চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রী অব ইণ্ডিয়া' (Associated Chamber of Commerce & Industry of India) সংক্ষেপে 'অ্যাসোচেম' (ASSOCHAM)-এর কলকাতা শাখার উদ্যোগে আজ দিনভর কলকাতার বুকে হয়ে গেল 'দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বৈশ্বিক সক্ষমতা তৈরি' নামাঙ্কিত এক বিশেষ আলোচনা চক্র।

অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রকের সংযুক্ত সচিব (রাষ্ট্র) এ অজয় কুমার (A Ajay Kumar, Joint Secretary (State), Ministry of External Affairs, Government of India), এছাড়াও উপস্থিত ছিলেন নেপাল সরকারের কলকাতা দূতাবাসের কনসাল জেনারেল ঝাক্কা প্রসাদ আচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে 'বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি: ভারতীয় কোম্পানিগুলির জন্য সুযোগ ও প্রতিদ্বন্দ্বিতা' ও 'রপ্তানির ঝুড়ি শক্তিশালীকরণ - গুণমান এবং ই-বাণিজ্য' এবং 'রপ্তানি সরবরাহ, বাণিজ্য পণ্যসম্ভার এবং দলিল দস্তাবেজ, অবকাঠামো এবং সংযোগ' শীর্ষক তিনটে সময়োপযোগী আলোচনা সংগঠিত হয়।





Comments