হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২২ জানুয়ারী '২৬):- কোন ধরণের বিনিয়োগকারীরা 'পরাগ পারিখ লার্জ ক্যাপ ফাণ্ড' (Parag Parikh Large Cap Fund)-এ বিনিয়োগ করতে উৎসাহিত হবেন আজ সে বিষয়ে পরিস্কার ধারণা দিল'পিপিএফএএস মিউচুয়াল ফাণ্ড' (PPFAS Mutual Fund) কর্তৃপক্ষ।
আজ সংস্থার অধ্যক্ষ তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নীল পরাগ পারিখ (Neil Parag Parikh, Chairman & CEO, PPFAS) কার্যনির্বাহী সহাধ্যক্ষ এবং তহবিল প্রবন্ধক রুকুন তারাচন্দ্রাণী (Rukun Tarachandrani, EVP & Fund Manager, PPFAS Mutual Fund) একযোগে সাংবাদিকদের এই মূলধনী তহবিলের সুবিধা ও লাভের বিষয়ে আলোকপাত করেন।
বলে রাখা ভালো, 'পরাগ পারিখ লার্জ ক্যাপ ফাণ্ড' নামাঙ্কিত এই তহবিল বাজারে এসেছে এই বছরের ১৯ জানুয়ারী এবং উপলব্ধ থাকবে আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত যদিও স্কিমটা আগামী ৬ ফেব্রুয়ারি পুনরায় চালু হবে।


Comments
Post a Comment