কলকাতা (২২ জানুয়ারী '২৬):- দেখার চোখ এবং ভাবনার ক্ষেত্রে যদি নিজস্বতা রাখা যায় তাহলে স্বল্প মূলধনেও যে সমাজের নজর কাড়া যায়, সেটাই এবার হাতেকলমে করে দেখালেন কলকাতা মহানগরের বিধান সরণী লাগোয়া ভীম ঘোষ বাই লেনের এক সামাজিক সংগঠন 'রোদ্দুর'।
গতকাল সন্ধ্যায় 'শুরু যেখানে' ভাবনাকে পাথেয় করে নির্মিত মণ্ডপ ও দেবী সরস্বতীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ শুক্লা চতুর্থীর পবিত্র সন্ধ্যায় ভারতের সর্বপ্রাচীন হিন্দী সংবাদপত্র 'দৈনিক বিশ্বামিত্র' 'রোদ্দুর' ক্লাবের ভাবনাকে স্বীকৃতি জানিয়ে 'রোদ্দুর'-এর সরস্বতী পুজোকে 'সেরা ভাবনা'-র ছবি বলে স্বীকৃতি জানিয়েছে অপর পক্ষে 'বাংলার অন্যতম দৈনিক সংবাদপত্র 'আর্থিক লিপি' 'রোদ্দুর'-এর মাতৃ প্রতিমাকে 'সেরা প্রতিমা' বলে ঘোষিত ও চিহ্নিত করেছে।
আজ সন্ধ্যায় 'হিন্দু সৎকার সমিতি'-র অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও বিশিষ্ট সমাজসেবী শুভাশিস রায়-এর উপস্থিতিতে 'দৈনিক বিশ্বামিত্র' ও 'আর্থিক লিপি'-র দুই সাংবাদিক 'রোদ্দুর' কর্তৃপক্ষের হাতে স্মারক তুলে দেন।



Comments
Post a Comment