কলকাতা (১৮ জানুয়ারী '২৬):- শরীরে ভিটামিন ডি-র ঘাটতি রুখতে প্রয়োজন সূর্যের আলো, যেহেতু দিবালোকে উন্মুক্ত পরিসরেই ভালোভাবে ঘুড়ি ওড়ানো যায়; তাই মকরসংক্রান্তি উপলক্ষ্যে ওড়িশার একাধিক শহরে 'ব্লিঙ্কিট' (blinkit)-এর মাধ্যমে করা প্রতিটা ফরমাশের সাথে বিনামূল্যে ঘুড়ি বিতরণ করল 'আইটিসি' (ITC)-র ছত্রছায়ায় চলা 'সানফিস্ট মেরি লাইট বিসকুট' (Sunfeast Marie Light Biscuit) কর্তৃপক্ষ।
বিতরণ করা প্রত্যেকটা ঘুড়িতে ছাপার অক্ষরে লেখা আছে "এই ঘুড়িটা ওড়াও এবং রোদে ভরা উৎসব উপভোগ করো।"
এই উদ্যোগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, 'আইটিসি লিমিটেড'-এর বিস্কুট এবং ফুডস ডিভিশনের বিপণন বিভাগের সহাধ্যক্ষ এবং বিপণন প্রধান সুরজ কাঠুরিয়া বলেছেন, "মকরসংক্রান্তির সময় সূর্যের ধর্মীয়, সাংস্কৃতিক এবং মানসিক তাৎপর্য গভীরভাবে প্রত্যক্ষ করা যায় ওড়িশায়। ব্যাবসার পাশাপাশি আমরা ওড়িশার এই ভাবাবেগের অঙ্গ হতে চেয়েছিলাম।"
অন্যদিকে ব্লিঙ্কিটের বরিষ্ঠ সহাধ্যক্ষ (রাজস্ব), অনীশ শ্রীবাস্তব জানিয়েছেন, "ওড়িশা জুড়ে আমাদের গ্রাহকদের দোরগোড়ায় মকর সংক্রান্তির আনন্দ সরাসরি পৌঁছে দেওয়ার জন্য 'সানফিস্ট মেরি লাইট'-এর সাথে সহযোগিতা করতে পেরে আমরা রোমাঞ্চিত। আমরা আশা করি, এই ছোট্ট প্রচেষ্টা পরিবারগুলিকে এই প্রিয় উৎসবটি বাইরে, রোদের নীচে উদযাপন করতে সাহায্য করার ক্ষেত্রে অর্থপূর্ণ ভূমিকা পালন করেছে।"

Comments
Post a Comment