পশ্চিমা ঘরাণার অ্যালার্জি চিকিৎসা পদ্ধতির বদলে এবার ভারতীয় চিকিৎসা পদ্ধতি মেনে চিকিৎসা করবে দেশের নাক কান গলার চিকিৎসকগণ


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৫ জানুয়ারী '২৬):- পশ্চিমা ঘরাণার অ্যালার্জি চিকিৎসার বদলে এবার থেকে নাক সম্পর্কিত অ্যালাজি চিকিৎসা (Allergic Rhinitis Management) ভারতীয় নির্দেশ ও অনুশাসন পরিবেশিত হবে, শুধু তাই নয় চিকিৎসা বিজ্ঞানে এই সংক্রান্ত আইন বিষয়ক নিয়মাবলী (Medico-legal Guidelines of ENT Practice) ও প্রকাশ পেতে চলেছে কলকাতার বুকে হতে চলা 'অ্যাসোসিয়েশন অব দ্য অটোল্যারিঙ্গোলজিস্টস অব ইণ্ডিয়া' (Association of Otolaryngologist of India)-র ৭৭তম বাৎসরিক সভা 'এওআইকন ২০২৬' (AOICON 2026)-এর মঞ্চ থেকে।

নাক-কান-গলার চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন 'অ্যাসোসিয়েশন অব দ্য অটোল্যারিঙ্গোলজিস্টস অব ইণ্ডিয়া' সংক্ষেপে 'এওআই'-এর সর্বভারতীয় অধ্যক্ষ চিকিৎসক দ্বৈপায়ণ মুখার্জি (Dr. Dwaipayan Mukherjee, National President, AOI) আজ কলকাতায় সংবাদমাধ্যমের সামনে আসন্ন 'এওআইকন ২৬' শীর্ষক তথ্য তুলে ধরতে গিয়ে জানান, "ভারতীয় নাক-কান-গলার চিকিৎসকবৃন্দ বর্তমানে পশ্চিমা ঘরাণার অনুশাসন মেনে চিকিৎসা করছেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ভারতীয় পরিবেশ, রোগীর বংশগতির ধারা, খাদ্যাভ্যাস এমনকি অ্যালার্জির চরিত্র পশ্চিমের দেশগুলোর থেকে পুরোটাই আলাদা। ঠিক এই কারণেই রোগীদের দ্রুত সুস্থ করে তোলার উদ্দেশ্যে আমাদের গবেষক চিকিৎসকবৃন্দ যে ভারতীয় নিজস্ব অনুশাসন তৈরি করেছে সেটাই ৭৭তম জাতীয় সভার উদ্বোধনী মঞ্চ থেকে দেশের সকল চিকিৎসকবৃন্দের জন্য প্রকাশ করা হবে।"

সাংবাদিকদের সামনে 'এওআইকন ২০২৬' সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিবেশন করতে গিয়ে 'এওআইকন ২০২৬'-এর পরিচালন সমিতির সম্পাদক তথা নাক-কান-গলার বিশেষজ্ঞ চিকিৎসক স্নেহাশিস বর্মণ (Dr. Snehasis Barman, Organizing Secretary, AOICON 2026) জানান, "৮ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত কলকাতার 'বিশ্ববাংলা কনভেনশন সেন্টার'-এ আয়োজিত হতে চলেছে 'এওআইকন ২০২৬'। 'বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার'-এর ১৩টা কক্ষে চলবে নাক-কান-গলা সম্পর্কিত চিকিৎসকদের ৭৭তম সর্বভারতীয় বাৎসরিক সম্মেলন। সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে ভারতের সবকটা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এখানে প্রায় ৩,৫০০ জন স্বনামধন্য চিকিৎসকবৃন্দ একত্রিত হবেন। নাক-কান-গলা সংক্রান্ত বিভাগের অধীন ৮৭০ জন অধ্যাপক চিকিৎসক ও গবেষক চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ৮১১ টা মৌলিক গবেষণাপত্রও পাঠ করা হবে।"

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে 'এওআইকন ২০২৬'-এর সাংগঠনিক সভাপতি তথা নাক-কান-গলা বিভাগের প্রথিতযশা চিকিৎসক উৎপল জানা (Dr. Utpal Jana, Organizing President, AOICON 2026) বলেছেন, "এওআইকন ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত থাকবেন ভারতীয় বিমানবাহিনীর সেবানিবৃত্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন।"

Comments