অনাথ আশ্রমের আবাসিক পড়ুয়াদের হাত দিয়ে উদ্বোধন হল সরস্বতী প্রতিমার


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২১ জানুয়ারী '২৬):- অনাথ আশ্রমের আবাসিক কচিকাঁচাদের হাত ধরে উন্মোচিত হল বিধান সরণী-র ভীম ঘোষ বাই লেনের 'রোদ্দুর' পরিচালিত সরস্বতী পুজো

এছর ২২ বছরে পদার্পণ করল 'রোদ্দুর'-এর বিদ্যাদাত্রী দেবীর আরাধনা। ২০০৪ সালে হাতে গোনা কয়েকজন সদস্য মিলে 'রোদ্দুর'-এর পথচলা শুরু হয়েছিল।

আজ সন্ধ্যায় 'অরফ্যানেজ সোসাইটি'-র আঠাশ জন পড়ুয়ার এক শৃঙ্খলাপরায়ণ দল এসে সম্মিলিতভাবে উন্মোচন করে 'রোদ্দুর'-এর মাতৃমূর্তি।

বলে রাখা ভালো, শুভজিৎ-এর পরিকল্পনা অনুযায়ী 'শুরু যেখানে' ভাবনাকে পাথেয় করে সেজে উঠেছে 'রোদ্দুর'-এর এবারের মাতৃ মণ্ডপ। 'রোদ্দুর' তাদের ভাবনার মাধ্যমে বোঝাতে চেয়েছে - 'শেষ বলে কিছু নেই, শুধু ফিরে আসা ...'। আজ সরস্বতী প্রতিমার সামনে যে মেয়ের হাতেখড়ি হচ্ছে, কালের প্রভাবে একদিন সেই মেয়ে কিশোরী, তরুণী ও যুবতী অবস্থা পার করে সে নিজেও মা হবে, তার মেয়েরও হাতেখড়ি হবে। 

জ্ঞানদাত্রী দেবীর মণ্ডপ ও প্রতিমার আনুষ্ঠানিক উদ্বোধনের পরে অনাথ আশ্রমের বেশ কয়েকজন আবাসিক সাংবাদিকদের জানিয়েছে, "মায়ের মূর্তির দিকে তাকিয়ে মনে মনে বললাম, ভালো করে পড়াশোনার শেষে যেন একটা ভালো চাকরি হয়।"

অনাথ আশ্রমের আবাসিক কচিকাঁচাদের হাত ধরে মাতৃ মণ্ডপ ও প্রতিমা উদ্বোধনের পর 'রোদ্দুর'-এর সাধারণ সম্পাদক সৌরভ ঢাঘে বলেছেন, "সংগঠনের ১৮৬ জন সদস্যের আগ্রহ ও ঐকান্তিক প্রয়াস তথা প্রচেষ্টার ফসল এই বছরের মাতৃ আরাধনা।"

Comments