প্রকাশিত হল রাহুল বিশ্বাসের কবিতার বই কৃষ্ণ গহ্বর


নিজস্ব প্রতিনিধি

কলকাতা (২৬ জানুয়ারী '২৬):- গত শনিবার 'কলকাতা বইমেলা'-য় প্রকাশিত হয়েছে রাহুল বিশ্বাসের প্রথম কবিতার বই 'কৃষ্ণ গহ্বর'। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋক জয়সওয়াল, কমল সেন, 'সিনে সেন্টার'-এর গভর্নিং বডির মেম্বার সজল দত্ত প্রমুখ।

প্রথম কবিতার বই প্রকাশের আনন্দে বিভোর কবি রাহুল বিশ্বাস জানিয়েছেন, "মোট ৩৯ টা কবিতা নিয়ে 'নিয়ন' থেকে প্রকাশিত হয়েছে 'কৃষ্ণ গহ্বর'।"

                                    ছবি : মাহাতাব চৌধুরী (তুহিন)


Comments