কলকাতা (৭ জানুয়ারী '২৬):- ভারতের আধ্যাত্ম জগতের সাথে জড়িত অন্যতম বিখ্যাত মেলা 'গঙ্গাসাগর মেলা' (Gangasagar Mela 2026)-য় আগত পুণ্যার্থীদের সহায়তার লক্ষ্যে এই বছর 'ভারত সেবাশ্রম সংঘ' (Bharat Sevashram Sangha) ১,৫০০-এর বেশি প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করার পাশাপাশি ৫ হাজারের বেশি রাত্রিবাসের ছাউনি সহ ২ শতাধিকের বেশি সুলভ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র পরিচালনা করবে।
'ভারত সেবাশ্রম সংঘ'-র সদর দপ্তরে আসন্ন 'গঙ্গাসাগর মেলা ২০২৬' উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, "পুণ্যার্থীদের সুবিধার্থে এই বছর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে 'ভারত সেবাশ্রম সংঘ'-এর পক্ষে ১,৫০০-এর বেশি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, সৈকতে কেউ যাতে স্নানের সময় সমুদ্রে ভেসে না যান, সেইসব বিষয় নজর রাখার জন্যও থাকবে জীবন রক্ষা দলের সদস্যবৃন্দ। এর সাথে থাকবে ২০০-র বেশি সুলভ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং পাশাপাশি অ্যাম্বুলেন্স সহ অন্য সাধারণ পরিষেবাও।"

Comments
Post a Comment