কলকাতা (২৩ জানুয়ারী '২৬):- হুগলি ও বর্ধমান জেলার আওতাভুক্ত তিনটে পৃথক বিধানসভা জামালপুর, ধনিয়াখালি ও তারকেশ্বর-এ আজ সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের পাশাপাশি 'নীতীশ মডেল' প্রচার ও সদস্য সংগ্রহ এবং সদস্যপদ নবীকরণ অভিযানের নেতৃত্ব দিলেন 'জনতা দল ইউনাইটেড'-এর পশ্চিমবঙ্গ প্রদেশ শাখা-র বরিষ্ঠ নেতা অশোক দাস।
তারকেশ্বর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের অন্তর্ভুক্ত বল্লভিপুরে এক সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত থেকে অশোক দাস জানান, "সুভাষচন্দ্রকে ভুলে গেলে যেমন আদর্শচ্যুত হতে হবে, ঠিক সেভাবেই এখনই 'নীতিশ মডেল'-কে বেছে না নিলে পশ্চিমবঙ্গের উন্নয়নের ধারা আরো ব্যাহত হবে।"
'জেডিইউ' পশ্চিমবঙ্গ প্রদেশ শাখা-র তরফ থেকে জানানো হয়েছে, "আজ তারকেশ্বর বিধানসভা কেন্দ্র ছাড়াও জামালপুর ও ধনিয়াখালি-তেও শিবচন্দ্র পাঁজা, ঋষি পুরকাইত, ঋষি ঘোষাল, বাসুদেব মুদি, শান্তি দাস, পারুল গুছাইত, হারাধন গুছাইত, উৎপল ঘোষাল সহ একাধিক স্থানীয় নেতৃবৃন্দ নেতাজী জয়ন্তী পালন সহ সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবীকরণ কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন।"

Comments
Post a Comment