১৫ লাখ ব্যয়ে ৪৬৩ জন ছাত্রছাত্রীর জন্য উপবৃত্তি প্রদান করল পশ্চিম বঙ্গীয় মারওয়াড়ী সম্মেলন শিক্ষা কোষ


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২৭ জানুয়ারী ২৬):- অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের ৪৬৩ জন ছাত্রছাত্রীর জন্য উপবৃত্তি (Stipend) প্রদান করল 'পশ্চিম বঙ্গীয় মারওয়াড়ী সম্মেলন শিক্ষা কোষ' (Paschim Bangiya Marwari Sammelan Shiksha Kosh)।

'ভারত সেবাশ্রম সংঘ'-র মহাসচিব স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ, জোড়াসাঁকো বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক তথা হিন্দী দৈনিক সংবাদপত্র সন্মার্গ-এর ব্যবস্থাপক পরিচালক বিবেক গুপ্তা, দৃশ্যশ্রাব্য হিন্দী সংবাদমাধ্যম তাজা টিভি তথা হিন্দী সংবাদপত্র ছাপতে ছাপতে-র মুখ্য সম্পাদক বিশ্বম্ভর নেওর সহ একাধিক উদ্যোগপতিদের উপস্থিতিতে আজ ছাত্রছাত্রীদের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের হাতে নির্দিষ্ট অঙ্কের চেক তুলে দেওয়া হয়েছে।

ছাত্রছাত্রীদের সম্বোধন করতে গিয়ে সংস্থার অধ্যক্ষ ব্রহ্মানন্দ আগরওয়াল (Brahmananda Agarwal,  President, PBMSSK) জানান, "৩৬ তম বর্ষে পদার্পণ করল 'পশ্চিম বঙ্গীয় মারওয়াড়ী সম্মেলন শিক্ষা কোষ'-এর উপবৃত্তি প্রদান অনুষ্ঠান।"

অনুষ্ঠানে অংশগ্রহণ করে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা জানান, "এই বছর এই সংগঠনের মাধ্যমে ৪৬৩ জন ছাত্রছাত্রীর জন্য উপবৃত্তি দেওয়া হলেও, বাস্তবে চাহিদা রয়েছে হয়তো ৪,৫০০ হাজার ছাত্রছাত্রীর, আশা করব ভবিষ্যতে এই সংখ্যাটা আরো বাড়বে।"

অন্যদিকে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে দৃশ্যশ্রাব্য হিন্দী সংবাদমাধ্যম তাজা টিভি তথা হিন্দী সংবাদপত্র ছাপতে ছাপতে-র মুখ্য সম্পাদক বিশ্বম্ভর নেওর জানান, "এই বছর ছাত্রছাত্রীদের উপবৃত্তি খাতে ১৫ লাখ টাকা ব্যয় করা হচ্ছে, যা চাহিদার তুলনায় অনেকাংশেই কম।"


Comments