বোরোলিন আয়োজিত মিনি ফিল্ম কনটেস্ট '২৬-এ দ্বিতীয় হলেন মাহাতাব চৌধুরী


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৬ জানুয়ারী '২৬):- 'বোরোলিন' (BOROLINE) আয়োজিত স্বল্পমেয়াদি চলচ্চিত্র প্রতিযোগিতা ২০২৬ (Mini Film Contest 2026)-এর মঞ্চ থেকে 'ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল '২৬' (International Kolkata Short Film Festival '26) সংক্ষেপে 'আইকেএসএফএফ '২৬' (IKSFF '26) নামাঙ্কিত দ্বিতীয় পুরস্কার পেলেন বহরমপুরের চলচ্চিত্র পরিচালক মাহাতাব চৌধুরী (Mahatab Chowdhury @ Tuhin, Film Director)। 

'আনটিল লাস্ট ব্রেথ' (Until last breath) ছবির জন্য গতকাল সন্ধ্যায় কলকাতার 'রোটারি সদন'-এর উৎসব মঞ্চ থেকে মাহাতাবের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।

'প্রিয়তমা' ছবির পরিচালক সায়ন্তন দাসের সাথে যৌথভাবে মাহাতাব এই সম্মান পেয়েছেন।

'বোরোলিন' কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী, 'মিনি ফিল্ম কনটেস্ট ২০২৬' থেকে শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করার কথা বলা হলেও, পরবর্তী ঘোষণায় জানানো হয়েছিল, "প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মোট ৪৬ টা উচ্চ মানের ছবি জমা পড়েছিল। উৎসাহ প্রদানের লক্ষ্যে তাই দুটোর বদলে মোট পাঁচটা পুরস্কার দেওয়া হবে।"

'বোরোলিন' কর্তৃপক্ষের ঘোষিত তালিকা অনুযায়ী 'সারল্য' ছবি বানিয়ে প্রথম (Winner) হয়েছেন সুজয় নীল ও অভীক রায়, 'প্রিয়তমা' বানিয়ে সায়ন্তন দাস এবং 'আনটিল লাস্ট ব্রেথ' বানিয়ে যৌথভাবে দ্বিতীয় (Runner Up) হয়েছেন মাহাতাব চৌধুরী এছাড়াও 'দ্য মেমরি লেন' নির্মাণের জন্য উল্লাস দাস এবং 'অটুট বন্ধন'-এর জন্য প্রবীর হালদার-কে বিশেষ তারিফ (Special Mention) জানিয়ে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে বিজয়ীদের হাতে 'আইকেএসএফএফ '২৬' সম্মাননা প্রদান করা হয়।

বলে রাখা ভালো, এর আগে ২০২৪ সালের ২৩ নভেম্বর চতুর্থ 'গ্লোবাল ইণ্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অব ইণ্ডিয়া'-থেকে সেরা পরিচালক নির্বাচিত হয়েছিলেন মাহাতাব। 

গতকাল সন্ধ্যায় 'বোরোলিন' আয়োজিত 'মিনি ফিল্ম কনটেস্ট ২৬'-এ যৌথভাবে দ্বিতীয় হওয়ার পর মাহাতাব পরিচিত মহলে জানিয়েছেন, "আশা করেছিলাম এবারেও হয়তো ঝুলিতে কিছু আসবে।"


Comments