ক্ষুদে শিশুর হাত দিয়ে প্রকাশিত হল রাস্তায় লেখা কবিতা


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২৫ জানুয়ারী '২৬):- ক্ষুদে শিশুর আঙুলের পবিত্র ছোঁয়া মেখে গতকাল 'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা' প্রাঙ্গণে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম পরিষেবিকা নাসরিন নাজমা-র পঞ্চম গ্রন্থ 'রাস্তায় লেখা কবিতা'। 

কবিতার বই প্রকাশের পর মুখে সেভাবে কিছু না বললেও কবিতার বইটাকে দু'হাত দিয়ে বুকের মাঝে জাপটে ধরে ডাগর চোখের সপ্রতিভ চাহনি দিয়ে ক্ষুদে ইভানিয়া চৌধুরী যা বুঝিয়ে দিয়েছে তার কাছে কোনো বিবৃতিই বোধহয় যথেষ্ট ছিল না। 

বইমেলায় নিজের লেখা বই প্রকাশের পর কবি নাসরিন নাজমা জানিয়েছেন,"কর্মস্থলে দৈনন্দিন যাতায়াতের সময় যেসব দৃশ্য মনকে বেশি করে নাড়া দিয়েছিল বা কলমের মুখ খুলতে আমাকে বাধ্য করেছিল তারই চূড়ান্ত রূপ 'রাস্তায় লেখা কবিতা'। 'কালি কলম' থেকে প্রকাশিত এই কাব্যগ্রন্থে রয়েছে ৩৩ টা কবিতা।"


Comments