কলকাতা (২২ জানুয়ারী '২৬):- 'শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়লেন 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট' (Kingston Educational Institute)-এর ছাত্রছাত্রীগণ।
আজ সকাল ৮.৩০ মিনিট নাগাদ বারাসাত হেলাবটতলা মোড় সংলগ্ন মিলনী সংঘ-র প্রাঙ্গণ থেকে এই দৌড় শুরু হয়ে শেষ হয় 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট'-এর মূল ফাটকে।
টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chattopadhyay, Actor) ও অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha, Actress)-র উপস্থিতিতে মশাল জ্বালিয়ে 'শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়'-এর আনুষ্ঠানিক সূচনা করেন 'কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট' ও 'কিংস্টন জেনারেল হসপিটাল'-এর অধ্যক্ষ টিপম ভট্টাচার্য (Tipam Bhattacharyay, President, KEI & KGH) এবং 'কিংস্টন ল কলেজ'-এর অধ্যক্ষ পরিচালক সুমন গুপ্ত শর্মা (Suman Gupta Sharma, Principal Director, K.L.C)।
'শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়' শেষ হওয়ার পর 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট' প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেতা ও অভিনেত্রী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন।
'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট'-এর তরফে অধ্যক্ষ টিপম ভট্টাচার্য জানিয়েছেন,"স্বাস্থ্যই সম্পদ, তাই সবার স্বাস্থ্যর দিকে সবিশেষ নজর রাখা উচিত।"



Comments
Post a Comment