কলকাতা (২০ জানুয়ারী '২৬):- "পনেরো বছর পর 'কলকাতা আন্তর্জাতিক বইমেলা'-য় আবার যোগদান করছে চীন, যদিও আমেরিকা এবার ৪৯ তম 'কলকাতা আন্তর্জাতিক বইমেলা'-য় যোগদান করতে পারছে না বলে লিখিত আকারে 'পাবলিশার্স অ্যাণ্ড বুকসেলার্স গিল্ড'-কে জানিয়ে দিয়েছে। চীন আমেরিকার আসা না আসার মধ্যে বড়ো খবর ইউক্রেন এবার প্রথম 'কলকাতা আন্তর্জাতিক বইমেলা'-য় অংশগ্রহণ করছে," বলে আজ এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাবে জানিয়েছেন 'কলকাতা আন্তর্জাতিক বইমেলা'-র সাধারন সম্পাদক ত্রিদিবকুমার চ্যাটার্জি।
ত্রিদিববাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নানা কথা জানালেও বাংলাদেশ সম্পর্কে কিছুই বলতে চাননি।
তবে বাংলাদেশ সম্পর্কে কিছু না বললেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ত্রিদিবকুমার জানান, "মুখ্যমন্ত্রীর লেখা বইও এবার প্রকাশিত হবে", তবে মুখ্যমন্ত্রীর লেখা কটা বই বা বইগুলোর নাম সম্পর্কে আগাম কিছুই জানাতে পারেননি বইমেলার সাধারণ সম্পাদক।
আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ত্রিদিববাবু জানিয়েছেন, "এই প্রথম কলকাতা বইমেলা প্রাঙ্গণের ১ এবং ২ নম্বর গেটের মাঝে কলকাতা মেট্রো রেল-এর কাউন্টার থাকছে, যেখান থেকে যাত্রীরা মেট্রো রেলের টিকিট কাটতে পারবেন, এর পাশাপাশি 'রাপিডো' বা 'উবের'-এর মতো পরিবহন সংস্থার জন্যও নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হচ্ছে।"
আজ সাংবাদিক সম্মেলনে বইমেলা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে "আগামী পড়শু বিকেল ৪ টায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগস্টিন কাউচিনো এবং আর্জেন্টিনার বিদগ্ধ পণ্ডিত গুস্তাভো ক্যানজোবরে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারের বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী মঞ্চ থেকে গিল্ডের তরফে স্বপ্নময় চক্রবর্তী-কে 'গিল্ড লাইফটাইম লিটারারি অ্যাওয়ার্ড' তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পুরস্কার মূল্য রূপে স্বপ্নময় চক্রবর্তী পাবেন ২ লাখ টাকা।
কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে আগামী ২৪ ও ২৫ জানুয়ারী 'কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল' পালিত হবে।
এর পাশাপাশি আগামী ৩০ জানুয়ারী বরিষ্ঠ নাগরিক দিবস উপলক্ষ্যে কবি মৃদুল দাশগুপ্ত, প্রকাশক রাজেন্দ্রকুমার মেহরা ও পাঠক নির্মল ভট্টাচার্যকে সম্মানিত করা হবে।"


Comments
Post a Comment