হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৯ জানুয়ারী '২৬):- পুরনো পদ্ধতিতে কাটা ছেঁড়া করে শল্যচিকিৎসার বদলে বর্তমানে আধুনিক প্রযুক্তির সহায়তায় রোবটিক শল্যচিকিৎসার (Robotic Surgery) মাধ্যমে শরীরে যৎসামান্য ক্ষত করে আইভাস/ওসিটি (IVUS/OCT)-র সহায়তায় নির্ভুল ভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি তথা ভালভ প্রতিস্থাপনের উপর আজ কলকাতায় সাংবাদিক সম্মেলন করল ব্যাঙ্গালোরের 'মণিপাল হসপিটাল হোয়াইটফিল্ড' (Manipal Hospital Whitefield, Bangalore)।
আজ হাসপাতালের তরফ থেকে ডাঃ প্রদীপ (Dr. Pradeep) কলকাতার সংবাদমাধ্যমকে যেমন 'আইভাস/ওসিটি পদ্ধতির সহযোগিতায় মিলিম্যালি ইনভেসিভ ভালভ রিপ্লেসমেন্ট ও অ্যাঞ্জিওপ্লাস্টি'-র উপর বিশদে আলোচনা করেছেন, তেমনই ডাঃ অরিত্র ঘোষ (Dr. Aritra Ghosh) রোবটিক শল্যচিকিৎসার আধুনিক দিক ও গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

Comments
Post a Comment