হর্ষোল্লাসের সাথে সম্পন্ন হল মধুরদহ সত্যবৃত্তি বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়ানুষ্ঠান


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৮ জানুয়ারী '২৬):- সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতবিদ্য ব্যক্তিদের উপস্থিতিতে আজ এক বর্ণোজ্জ্বল উৎসবের মাধ্যমে সমাপ্ত হল হুসেনপুর 'মধুরদহ সত্যবৃত্তি বিদ্যালয়' (Madhurdaha Satyavritti Vidyalaya)-এর বাৎসরিক ক্রীড়ানুষ্ঠান (Annual Sports)। ৩৩ বছর আগে সমাজসেবী সংগঠন 'দক্ষিণী প্রয়াস'-এর ছত্রছায়ায় পথচলা শুরু করেছিল 'মধুরদহ সত্যবৃত্তি বিদ্যালয়'। 

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাক্রম মেনে চলা এই উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৩৫০।

প্রাক্তন টেনিস খেলোয়াড় জয়দীপ মুখার্জি, চিকিৎসক তথা রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১-এর গভর্নর রামেন্দু হোমচৌধুরী সহ দক্ষিণী প্রয়াস-এর পদাধিকারীদের উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঠ প্রদক্ষিণের মাধ্যমে শুরু হয় 'সতত উল্লাস '২৬' নামাঙ্কিত বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অন্তিম পর্ব।

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অনুষ্ঠানের প্রবন্ধক প্রিয়াঙ্কা মুখার্জি (Priyanka Mukherjee, Programme Manager, MSV) জানিয়েছেন, "গতকাল দিনভর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল ছাত্রছাত্রীদের পাশাপাশি গত শিক্ষাবর্ষের সফল ছাত্রছাত্রীদের হাতেও আজ স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা মিত্র (Mita Mitra, Head Mistress, MSV) বলেছেন, "ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া, বন্ধুত্ব ও বিদ্যালয় সম্পর্কিত উদ্যম বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরেও বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পাশাপাশি 'দক্ষিণী প্রয়াস'-এর অধ্যক্ষ অনুভূতি প্রকাশ (Anubhuti Prakash, President, Dakshini Prayas) জানিয়েছেন, "বিদ্যালয়ের পরিচালন সমিতির নেতৃত্বে ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের নজরদারিতে 'মধুরদহ সত্যবৃত্তি বিদ্যালয়'-এর ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাদ আস্বাদন করছে।"


Comments