মানব সেবার অঙ্গ রূপে বাজারে হেলথ প্রিভিলেজ কার্ড আনল এ এম মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৮ জানুয়ারী '২৬):- মানব সেবার অঙ্গ রূপে বাজারে 'হেলথ প্রিভিলেজ কার্ড' (Health Privileges Card) আনল 'এ এম মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড' (A M Medical Center Private Limited)।

আজ দুপুরে রাসবিহারী বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার উপ মুখ্য সচেতক দেবাশিস কুমার, 'ইমামী গ্রুপ'-এর সহ প্রতিষ্ঠাতা এবং সংযুক্ত অধ্যক্ষ আর এস গোয়েঙ্কা, চলচ্চিত্র নির্দেশক অরিন্দম শীল সহ একাধিক বিশিষ্ট উদ্যোগপতিদের উপস্থিতিতে এই কার্ডের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।


'হেলথ প্রিভিলেজ কার্ড'-এর আনুষ্ঠানিক উন্মোচনের পর 'এ এম মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড'-এর নির্দেশক চিকিৎসক মুন চট্টরাজ (Dr. Moon Chattaraj, Director, A M Medical Center Private Limited) সাংবাদিকদের জানান, "এ এম মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড-এর দাতব্য উদ্যোগ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগণের উদ্দেশ্যে 'সবার জন্য স্বাস্থ্য' (Health For All)-র অধীনে 'হেলথ প্রিভিলেজ কার্ড' আনা হল। 

ইচ্ছুক ব্যক্তি বাৎসরিক ১,৯৯৯ টাকার বিনিময়ে বছরে একবার বিনামূল্যে 'ইউ এস জি' পরীক্ষা সহ বছরে ১২ বার চিকিৎসকের পরামর্শ, ৪ বার চোখের রিফ্র্যাকশন পরীক্ষা, ২ বার করে চক্ষু ও দন্ত চিকিৎসকের পরামর্শ সহ প্রধান কার্ডধারী ব্যক্তি বিনামূল্যে বিভিন্ন শারীরিক পরীক্ষা করাতে পারবেন।"

ডাঃ চট্টরাজ আরো জানিয়েছেন, "আমরা 'ইমামি গ্রুপ'-এর সাথে যৌথভাবে এর আগে দারিদ্র্য সীমা রেখার নীচে বসবাসকারী (BPL) বসবাসকারী ব্যক্তিদের বিনামূল্যে ছানি কাটালেও, এখন থেকে 'সবার জন্য স্বাস্থ্য' পরিষেবার অধীনে প্রতি রবিবার সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের সম্পূর্ণ নিখরচায় চিকিৎসা দেওয়া হবে।" 

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি 'ইমামি গ্রুপ'-এর সহযোগিতা নিয়ে বেসরকারী স্বাস্থ্য সংস্থা রূপে আত্মপ্রকাশ করে 'এ এম মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড'। 

স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী এই সংস্থার তরফ থেকে আজ আরো জানানো হয়েছে, 'হেলথ প্রিভিলেজ কার্ড' নামাঙ্কিত পরিষেবার অধীনে বিভিন্ন ক্ষেত্রে 'ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম' (West Bengal Health Scheme)-এর থেকেও বেশি সুযোগ থাকছে।"


Comments