শিশুর জন্মের পর থেকে টানা ছয় মাস মাতৃদুগ্ধ ছাড়া অন্য কিছু খাওয়ানো উচিত নয় : ডাঃ নীলম মোহন


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৬ জানুয়ারী '২৬):- "সদ্যজাত শিশুর সার্বিক বিকাশের লক্ষ্যে শিশুর জন্মের ছয় মাস পর্যন্ত শুধুমাত্র স্তনদুগ্ধ-ই শিশুকে পান করানো উচিত। ছয় মাসের পর থেকে অতিরিক্ত খাবার রূপে অন্য কিছু খাওয়ানো হলেও শিশুর ২ বছর বয়স পর্যন্ত শিশুদের নিয়মিতভাবে স্তনদুগ্ধ পান করানো প্রয়োজন," বলে আজ দ্ব্যর্থহীন ভাষায় জানালেন 'ইণ্ডিয়ান অ্যাকাডেমী অফ পেডিয়াট্রিক্স'-এর জাতীয় অধ্যক্ষ চিকিৎসক নীলম মোহন (Dr. Neelam Mohan, National President, IPA)।

'ইণ্ডিয়ান অ্যাকাডেমী অফ পেডিয়াট্রিক্স' (Indian Academy of Pediatrics) সংক্ষেপে 'আইএপি'-র ৬৩তম জাতীয় সম্মেলন 'পিডিআইকন' (PDICON '26)-এর অঙ্গ রূপে বিধাননগরে ইসিআইসি প্রেক্ষাগৃহে আয়োজিত 'সদ্যজাত ও শিশুদের খাওয়ানো'-র উপর এক কর্মশালা (Workshop on Infant & Young Child Feeding) সংক্ষেপে 'আইওয়াইসিএফ' (IYCF)-এ অংশগ্রহণ করে এই বক্তব্য পেশ করেন ডাঃ নীলম মোহন ।

ডাঃ নীলম মোহন আরো জানিয়েছেন, "আইপিএ এমন একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়েছে যেখানে শিশুর বয়স ও লিঙ্গ লিখলেই অ্যাপ্লিকেশন থেকে অভিভাবকগণ তৎক্ষনাত জানতে পারবেন ওই সময় শিশুর স্বাভাবিক উচ্চতা, ওজন কত হওয়া উচিত। এই সাধারণ তথ্য দেখে অভিভাবকগণই প্রাথমিকভাবে বুঝতে পারবেন শিশুর স্বাভাবিক শারীরিক বিকাশ হচ্ছে কিনা।"

জেনে রাখা ভালো, 'ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে' (National Family Health Survey)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, 'ভারতে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে টানা ৬ মাস মাতৃদুগ্ধ পান করানো হয় মাত্র ৬৩.৭ শতাংশ শিশুকে।'

আজ থেকে আগামী ২০ জানুয়ারী পর্যন্ত বৃহত্তর  কলকাতার 'বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার'-এ চলবে 'আইপিএ'-র পঞ্চদিবসীয় জাতীয় সম্মেলন। 'পিডিআইকন '২৬'-এর আয়োজকদের তরফে জানানো হয়েছে,"এই সম্মেলনে একদিকে যেমন 'ইনোভেশন ইন সায়েন্স পারসুইট ফর ইন্সপায়ার্ড রিসার্চ' (Innovation in Science Pursuit for Inspired Research) সংক্ষেপে 'ইন্সপায়ার' (INSPIRE) মডিউল নিয়ে আলোচনা হবে, তেমনই স্তনদুগ্ধ পানের প্রয়োজনীয়তা, উপকার এবং এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ পরিষেবিকাদের প্রশিক্ষণের উপরেও আলোচনা হবে।"

বলে রাখা ভালো, সর্বভারতীয় স্তরে সদ্যজাত ও শিশুদের দায়িত্বে থাকা পরিষেবিকা (Nurse)-দের সঠিক সময়ে শিশুদের অসুখ নির্ণয় করা ও জীবনদায়ী চিকিৎসার বিষয়ে প্রশিক্ষিত করে তোলাই 'ইন্সপায়ার মডিউল'-এর অন্যতম লক্ষ্য।


Comments