কলকাতা (১৪ জানুয়ারী '২৬):- 'হিউম্যান রাইটস সিপিডিআর ইণ্ডিয়া অ্যাচিভার গ্রুপ' এবং 'কলকাতা আসামিজ কালচারাল অ্যাসোসিয়েশন'-এর পরিচালনায় আজ সন্ধ্যায় 'রূপম লাইভ' নামাঙ্কিত এক অনুষ্ঠানের মাধ্যমে কলকাতায় প্রদর্শিত হল জোড়হাটের ভূমিপুত্র তথা চলচ্চিত্র পরিচালক ডঃ রূপম শর্মা (Film Director Rupam Sharma) পরিচালিত এবং দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ৩০টার বেশি পুরস্কারে ভূষিত ১০৫ মিনিটের সামাজিক ইংরেজি কাহিনীচিত্র 'ওয়ান লিটল ফিঙ্গার' (One Little Finger)।
চলচ্চিত্র প্রদর্শনীর আগে কখনো এককভাবে, কখনোবা কোনো সঙ্গীত শিল্পীর সাথে দ্বৈতকণ্ঠে গান গেয়ে মঞ্চ মাতিয়ে দেন ডঃ রূপম শর্মা।
আজ সন্ধ্যায় সঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, 'মোহনবাগান ক্লাব'-এর সভাপতি স্বপন ব্যানার্জি ওরফে বাবুন, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, অভিনেত্রী পাপিয়া অধিকারী, জয়া শীল ঘোষাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে কলকাতাবাসী দেখতে পেলেন 'ওয়ান লিটল ফিঙ্গার'।
কাহিনীচিত্রের পরিচালক ডঃ রূপম শর্মা জানিয়েছেন, "বিশেষ চাহিদা সম্পন্ন আবালবৃদ্ধবনিতাকে আমাদের সমাজ সাধারণতঃ অক্ষম বলে পাশে সরিয়ে রাখলেও, অনেকেই জানেন না তাঁদের ভেতরে কতো কিছু গুণ বা বিশেষ সক্ষমতা লুকিয়ে আছে, একটু যত্ন নিলেই এই গুণের স্ফূরণ ঘটতে বাধ্য। সমাজের সামনে এই বাস্তব তথ্যটা পরিবেশনের তাগিদেই নির্মিত হয়েছে,'ওয়ান লিটল ফিঙ্গার'।
'ওয়ান লিটন ফিঙ্গার'-এ একদিকে যেমন কাজ করেছেন হলিউড ফিল্মের তারকা তামেলা ডি'অ্যামিকো, তেমনই কাজ করেছেন অস্কার মনোনীত সুরকার ও অভিনেত্রী সিয়েদা গ্যারেট সহ ভারতের অনেক অভিনেতা অভিনেত্রীগণ।
এই কাহিনীচিত্রে একদিকে যেমন সঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে শোনা যাবে 'আদ্যাস্তোত্র', তেমনই কিছু বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নৃত্যশিল্পী তথা অভিনেত্রী অলকানন্দা রায়, পাপিয়া অধিকারী, জয়া শীল ঘোষ সহ ৮০ জন বিশেষ চাহিদা সম্পন্ন আবালবৃদ্ধবনিতাকে।"




Comments
Post a Comment