শিবানী বন্দ্যোপাধ্যায় যে বিষয় নিয়ে কাজ করেছেন তা মোটেও সহজসাধ্য বিষয় নয় : নৃসিংহপ্রসাদ ভাদুড়ী


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১১ জানুয়ারী '২৬):- কলকাতা পুস্তক মেলা-র শুরুর আগেই প্রকাশিত হল ডঃ শিবানী বন্দ্যোপাধ্যায়-এর বহু প্রতিক্ষিত গবেষণা ধর্মী পুস্তক 'রবি করে নবরূপে বঙ্গ দর্শন'। 

আজ সন্ধ্যায় ই এম বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে সেবানিবৃত্ত অধ্যাপক তথা সুলেখক ডঃ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, 'ইনস্টিটিউট অব ফিটাল মেডিসিন'-এর নির্দেশক ডাঃ কুশাগ্রাধি ঘোষ, 'রে অ্যাণ্ড মার্টিন'-এর নির্দেশক দেবাঞ্জন মণ্ডল, লেখক তথা শিল্পকলা বিশেষজ্ঞ দেবাশিস চন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে উন্মোচিত হল ডঃ শিবানী বন্দ্যোপাধ্যায় লিখিত 'রবি করে নবরূপে বঙ্গ দর্শন'।

আনুষ্ঠানিক উন্মোচনের প্রাক্কালে 'রবি করে নবরূপে বঙ্গ দর্শন'-এর বিষয়ে তথ্য পরিবেশন করতে গিয়ে লেখিকা ডঃ শিবানী বন্দ্যোপাধ্যায় বলেছেন, "উৎসাহী পাঠক এই পুস্তক পড়লে বুঝতে পারবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি।"

অন্যদিকে শিক্ষানুরাগী প্রাক্তন অধ্যাপক তথা স্বনামধন্য লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী জানিয়েছেন, "আজ থেকে ৪০ বছর আগে শিবানী বন্দ্যোপাধ্যায় যে বিষয় নিয়ে কাজ করেছেন, তা মোটেও সহজসাধ্য বিষয় নয়, গবেষণা পত্র রূপী এই পুস্তকের মর্যাদা যে কতটা তা বলে বোঝানো যাবে না।"

বলে রাখা ভালো, "১৯৮৬ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে যে গবেষণা পত্র-র জন্য সাম্মানিক ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন শিবানী বন্দ্যোপাধ্যায়, প্রায় ৪০ বছর বাদে সেই গবেষণা পত্রটাই এখন পুস্তকাকারে প্রকাশিত হল।

'রবি করে নবরূপে বঙ্গ দর্শন' পুস্তকটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে কলকাতার এক লব্ধপ্রতিষ্ঠিত শরীরতত্ত্ববিদ শিল্পিতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, "তথ্য নির্ভর এই ধরনের বইগুলো না পড়লে বাংলার সাহিত্য তথা সমকালীন ইতিহাসের অনেক তথ্যই এখনকার যুব সমাজের অগোচরে থেকে যাবে।"

Comments