বিদ্যালয়ের অভ্যন্তরে প্ল্যানেটারিয়াম বানিয়ে দেবার সিদ্ধান্ত নিল সিন্ধিয়া স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন এসওবিএ
কলকাতা (১০ জানুয়ারী '২৬):- ১২৮ বছরের ঐতিহ্যবাহী 'সিন্ধিয়া স্কুল' (Scindia School)-এর প্রাক্তন ছাত্রদের সংগঠন 'সিন্ধিয়া স্কুল ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন' (Scindia School Old Boys Association) সংক্ষেপে 'এসওবিএ' (SOBA)-র আহ্বানে ও উদ্যোগে বর্তমানে কলকাতার বুকে চলছে 'সেকেণ্ড প্রেসিডেনটস কনক্লেভ' (Second Presidents' Conclave) নামাঙ্কিত সংগঠনের ৬৬ তম সমাবেশ।
সংগঠনের তরফ থেকে আজ এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, "তিনদিনের বিশেষ এই সমাবেশ শুরু হয়েছে গতকাল, চলবে আগামী কাল পর্যন্ত।"
বলে রাখা ভালো, এই মুহূর্ত দেশের বিভিন্ন প্রান্তে এই বিদ্যালয়ের যেমন ৩৩টা শাখা রয়েছে তেমনই দেশ ও বিদেশে ছড়িয়ে রয়েছে এই বিদ্যালয়ের কৃতি ছাত্রগণ।
বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে এই বিদ্যালয়ের সুনামকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে চলেছে 'এসওবিএ'। সংগঠনের তরফ থেকে অধ্যক্ষ মিতুল দীক্ষিত (Mitul Dikshit, President, SOBA) জানিয়েছেন, "এই বছর 'এসওবিএ'-এর সমাবেশ থেকে ইতিমধ্যেই ছাত্রদের জ্ঞানের প্রসারের লক্ষ্যে বিদ্যালয়ের অভ্যন্তরে প্ল্যানেটারিয়ম গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।"
আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় সিং (Ajay Singh, Principal, Scindia School) প্রাক্তন ছাত্রদের সংগঠন 'এসওবিএ'-এ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে জানান,"দেশের কোণে কোণে ছড়িয়ে রয়েছে আমাদের বিদ্যালয়ের কৃতি ছাত্রবৃন্দ। বিদ্যালয়ের নানাবিধ উন্নয়নের সাথে এই সংগঠনও অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে।"


Comments
Post a Comment