নিষিদ্ধপল্লীর যৌনকর্মীদের কাহিনী নিয়ে তৈরি হচ্ছে ভিন্নধর্মী বাংলা কাহিনীচিত্র অস্তরাগ


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৩ জানুয়ারী '২৬):- 'টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রী'-র দুই অভিনেত্রী দোলন রায় এবং শ্রীমা ভট্টাচার্য-কে নিষিদ্ধপল্লীর দুই মহিলা যৌনকর্মী এবং অভিনেতা পার্থসারথি চক্রবর্তী-কে তৃতীয় লিঙ্গের যৌনকর্মীর ভূমিকায় রেখে তৈরি হচ্ছে ব্যতিক্রমী বাংলা কাহিনীচিত্র 'অস্তরাগ' (Bengali Feature Film Astarag)।

গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে 'আরডিএস সিনেমাটিকা' প্রযোজিত, 'কে পি মুভিজ' নিবেদিত এবং চলচ্চিত্র পরিচালক অভিজিৎ বিশ্বাস পরিচালিত কিছুটা ভিন্নধারার বাংলা কাহিনীচিত্র 'অস্তরাগ'-এর দৃশ্যগ্রহণ পর্ব। কলকাতার কুমারটুলি, নলবন সহ আরো কয়েক জায়গায় দৃশ্যগ্রহণের পর এই মুহূর্তে দমদম লাগোয়া বেলগাছিয়া রাজবাড়ীতে চলছে এই কাহিনীচিত্রের দৃশ্যগ্রহণ পর্ব। 

প্রযোজক সংস্থার তথ্য অনুযায়ী আগামী ৫ জানুয়ারীর পর পুরুলিয়ায় শুরু হবে চলচ্চিত্রের বাকি অংশের দৃশ্যগ্রহণ পর্ব।

আজ দুপুরে বেলগাছিয়া রাজবাড়ীতে পৌঁছে দেখা গেল চারদিকে সাজো সাজো রব। রাজবাড়ীর দোতলায় উঠতেই মনে হল, এ কোনো রাজবাড়ী নয় এ যেন নিষিদ্ধপল্লীর কোনো একটা বাড়ির অলিন্দ কিংবা ঘরে পা দিয়ে ফেলেছি। কোথাও নবাগতা দেহপসারিনীরা সার বেঁধে অতিথিদের অপেক্ষায় প্রহর গুনছে, তো কেউ কেউ অর্গলবদ্ধ দরজার আড়ালে ক্ষণিকের অতিথিদের রাগমোচনে ব্যস্ত।

এই কাহিনীচিত্রের সহযোগী প্রযোজক সমীর মণ্ডল (Samir Mandal, Associate Producer, Astarag) আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক তথা অভিনেতা কৌশিক গাঙ্গুলী, অভিনেতা পার্থসারথি চক্রবর্তী, বিশিষ্ট অভিনেত্রী দোলন রায় এবং শ্রীমা ভট্টাচার্য-কে 'অস্তরাগ'-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।" 

দৃশ্যগ্রহণের ফাঁকে ফাঁকে 'অস্তরাগ'-এর পরিচালক অভিজিৎ বিশ্বাস (Abhijit Biswas, Film Director, Astarag) জানিয়েছেন, "অবহেলিত সমাজের জ্বলন্ত সমস্যা নিয়ে তথ্যচিত্র বানাতে উদগ্রীব ছিলেন জনৈক চলচ্চিত্র পরিচালক (কৌশিক গাঙ্গুলী)। একসময় তিনি ভাবেন নিষিদ্ধপল্লীর বাসিন্দাদের নিয়ে কাজ করলে কেমন হয় ! 

তথ্যচিত্র বানানোর জন্য কাহিনী খোঁজার সময় তাঁর সাথে আলাপ হয় জনৈকা 'নতুন মা' (দোলন রায়)-র। 'নতুন মা' নিষিদ্ধপল্লীর একজন বয়স্কা যৌনকর্মী, 'নতুন মা'-র অধীনেই থাকতে হয় নিষিদ্ধপল্লীর যৌনকর্মীদের। যদিও এই 'নতুন মা' অন্যসব তথাকথিত 'মাসি'-দের মতো রুঢ় স্বভাবের তো নয়ই বরং একেবারে অন্যরকম। ব্যক্তিগত জীবনে এই 'নতুন মা' যখন যৌবনবতী হতে চলেছিলেন তখন তাঁর জীবনেও ভালোবাসা এসেছিল, কিন্তু ভালোবাসার পরিণতি তাঁকে সমাজের এক অন্য কদর্য বাস্তবকে দেখতে, চিনতে ও বুঝতে শিখিয়েছে। বুকের ভেতরে নিয়ত কুরে কুরে খেতে থাকা সেই যন্ত্রণার কারণেই নিষিদ্ধপল্লীতে ইচ্ছায় বা অনিচ্ছায় আসা নতুন বা পুরনো কোনো মেয়েদের সাথেই 'নতুন মা' দুর্ব্যবহার করতে পারেন না।

তথ্যচিত্র বানানোর ঝোঁকে সেইসময় জনৈকা শেলী (শ্রীমা ভট্টাচার্য)-র সাথেও পরিচালকের আলাপ হয়েছিল। অদ্যপান্ত তন্বী, রূপসী, প্রখর যৌবনবতী শেলীরও ছিল এক যন্ত্রণাময় করুন ইতিহাস। অতীত ঘটনাই তাকে গ্রামের সহজ সরল শিউলি থেকে নিষিদ্ধপল্লীর শেলী বানিয়ে দিয়েছে।

সামাজিক বঞ্চনা, শোষণ তথা জ্বলন্ত বাস্তব কাহিনী  তুলে ধরার তাগিদে নিষিদ্ধপল্লীতেই আলাপ হয়েছিল তৃতীয় লিঙ্গের যৌনকর্মী জনৈক চাঙ্কু (পার্থসারথি চক্রবর্তী)-র সাথে। তার জীবন-যন্ত্রণা যদিও কিছুটা অন্যরকম।"

আজ দৃশ্যগ্রহণ পর্বের ফাঁকে ফাঁকে কৌশিক গাঙ্গুলী, পার্থসারথি চক্রবর্তী, দোলন রায় এবং শ্রীমা ভট্টাচার্য সাংবাদিকদের সাথে আলাপচারিতার সময় এই কাহিনীচিত্রের অভিনবত্ব, গঠনশৈলীর সম্পর্কে নিজেদের ব্যক্তিগত মতামত প্রকাশের পাশাপাশি এই কাহিনীচিত্র যে দর্শকদের মনোরঞ্জনের সাথে সাথে সমাজের কদর্য দিকগুলোও তুলে ধরবে সে কথাও স্পষ্টভাবে জানিয়েছেন।

স্বল্প পরিসরে চলচ্চিত্র পরিচালক অভিজিৎ বিশ্বাস আসলে 'অস্তরাগ'-এর মাধ্যমে এই জগতের অনৈতিক শোষণ, শোষিতদের মানসিক শক্তি এবং সমস্যা থেকে উত্তরণের পথটাই খুঁজে দেখার বা চোখের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন।

চলচ্চিত্র প্রযোজক রোহিত খান (Producer Ratan Khan) সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছেন, "স্বল্প বাজেটের মধ্যেই এই চলচ্চিত্র তৈরির চেষ্টা চলছে।"

Comments