হিন্দু সমাজের ঐক্য জাগরণ তথা বিকাশের লক্ষ্যে ডানা বিস্তার করছে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৯ ডিসেম্বর '২৫):- হিন্দু সমাজের ঐক্য, জাগরণ তথা সার্বিক বিকাশের লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন রূপে ভারতে ডানা বিস্তার করছে 'বিশ্ব হিন্দু সনাতন বোর্ড' (Visva Hindu Sanatan Board) সংক্ষেপে 'ভি এইচ এস বি' (VHSB)।

আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের রাষ্ট্রীয় সংযুক্ত সচিব অভয় তিওয়ারি, রাষ্ট্রীয় কার্যকারিণী সমিতির সদস্য মিকু সিং সহ পশ্চিমবঙ্গ শাখার প্রদেশ অধ্যক্ষ সৌরীন ভাট, সহাধ্যক্ষ সুরেশ আগরওয়াল, সচিব অনুরাগ মজুমদার, সংযুক্ত সচিব সৌভিক বিশ্বাস, পশ্চিমবঙ্গ প্রদেশ কার্যকারিণী সমিতির সদস্য শান্তনু ব্যানার্জি এবং শহর কলকাতা-র অধ্যক্ষ রূপে হিমাদ্রি ব্যানার্জি-র নাম ঘোষণা করেন 'বিশ্ব হিন্দু সনাতন বোর্ড'-এর আন্তর্জাতিক অধ্যক্ষ ডঃ বীরেন দাভে (Dr.Viren Dave, International President, VHSB)।

সংগঠনের রাষ্ট্রীয় ও প্রদেশ শাখার নেতাদের নাম ঘোষণার শেষে ডঃ দাভে জানান, "দেশ ও বিদেশের সনাতনী হিন্দুদের একত্রিত, জাগরুক তথা সার্বিক বিকাশ তথা সেবা-র মনোভাব নিয়ে এই বছরের সেপ্টেম্বর মাসে সংগঠন রূপে নথিবদ্ধ হয়েছে 'বিশ্ব হিন্দু সনাতন বোর্ড'।"

সাংবাদিকদের সাথে আলাপচারিতার সময় এক প্রশ্নের প্রত্যুত্তর ডঃ দাভে জানান, "বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের স্বার্থে যে দল গঠিত হয়েছে তাকে স্বাগত জানাচ্ছি।"

আগামী দিনে শহর কলকাতায় দলীয় সংগঠনেরর বিভিন্ন তৎপরতার আভাস দিতে গিয়ে ডঃ দাভে বলেছেন, "আগামীকাল বাগুইআটির ব্যাঙ্কোয়েট হলে ভজন-এর আয়োজন করা হয়েছে।"


Comments