পুরুষ ও মহিলা উদ্যোগপতিদের বিনোদনের জন্য কলকাতায় আয়োজিত হতে চলেছে ইপিএল ৬.০


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৬ ডিসেম্বর '২৫):- উদ্যোগপতিদের দ্বারা শুধুমাত্র উদ্যোগপতিদের বিনোদন ও শরীরচর্চা হেতু আগামী শনি ও রবিবার অর্থাৎ ১৩ ও ১৪ ডিসেম্বর কলকাতার 'সিলভার স্প্রিং ক্লাব'-এ আয়োজিত হতে চলেছে ষষ্ঠ 'এন্টারপ্রেনিওর প্রিমিয়ার লিগ' (Entrepreneur Premium League) সংক্ষেপে 'ইপিএল ৬.০' (EPL 6.0) নামাঙ্কিত পুরুষ ও মহিলাদের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা (Men & Women Cricket Tournament)।

আজ কলকাতায় 'ইপিএল ৬.০'-এর খেলোয়াড়দের নিলাম হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'ইপিএল'-এর রূপকার তথা মূল কাণ্ডারী এবং 'আনন্দ ফিনান্সিয়াল সার্ভিস'-এর কর্ণধার আনন্দ গুপ্তা জানিয়েছেন, "প্রতিযোগিতায় পুরুষদের ৬ টা দল ও মহিলাদের ৪ টে দল মিলিয়ে মোট ১০ টা দল অংশগ্রহণ করবে। ৮ ওভারের লিগ পর্যায়ের প্রতিযোগিতায় পুরুষদের দলগুলো মোট ১৬ টা খেলায় অংশগ্রহণ করবে, অপর পক্ষে মহিলাদের দলগুলো ৭ টা খেলায় অংশগ্রহণ করবে, এর পাশাপাশি পুরুষ ও মহিলাদের সেমিফাইনাল ও ফাইনাল খেলতে হবে।"

Comments