দুস্থ ছাত্রীদের নিখরচায় ক্যানসার প্রতিষেধক ভ্যাকসিন নিতে দিচ্ছে না সরকারী অনুদানপুষ্ট বিদ্যালয়গুলো : বিওজিএস কর্তৃপক্ষ


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৯ ডিসেম্বর '২৫):- পশ্চিমবঙ্গ সরকারের অনুদানে পরিচালিত বিদ্যালয়গুলোর পরিচালক সমিতি বিদ্যালয়ের ৯ থেকে ১৫ বছরের ছাত্রীদের 'হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন' (Human Papilloma Virus Vaccine) সংক্ষেপে 'এইচ পি ভি ভ্যাকসিন' (HPV Vaccine) দিতে দিচ্ছে না বলে অনুযোগ জানিয়েছে 'বেঙ্গল অবস্টেট্রিক অ্যাণ্ড গায়ানাকোলজিক্যাল সোসাইটি' (Bengal Obstetric & Gynaecological Society) সংক্ষেপে 'বিওজিএস' (BOGS) কর্তৃপক্ষ।

আজ কলকাতা মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে সংস্থার ৪৯তম ত্রিদবসীয় বাৎসরিক আলোচনা সভা 'বিওজিএসকন ৪৯' (BOGSCON 49)-এর উদ্বোধনী দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় সংগঠনের তরফ থেকে জানানো হয়, "২০০৯ সাল থেকে ভারতের কয়েকটা রাজ্যে 'এইচ পি ভি' নামাঙ্কিত মহিলাদের গলা, পায়ুদ্বার, যোনীমুখ ও জননাঙ্গের ক্যানসার প্রতিষেধক ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে সিকিমের মতো চারটে রাজ্যে ওই বয়সের সমস্ত মেয়েদেরই ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে। অথচ আমাদের রাজ্যে এই ভ্যাকসিনটা দেওয়া এখনো সেভাবে শুরু হয় নি। 

রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের ৯ থেকে ১৫ বছরের মেয়েদের আমরা সম্পূর্ণ নিখরচায় ওই ভ্যাকসিনের দুটো খোরাকী দিতে চাইলে আমাদের সেটাও দিতে দেওয়া হচ্ছে না বা সেভাবে সহযোগিতাও করা হচ্ছে না। আর ঠিক সেই কারণেই আমরা এখনো পর্যন্ত মাত্র ৮০০ 'এইচ পি ভি ভ্যাকসিন' দিতে পেরেছি।"

বলে রাখা ভালো, ক্যানসার প্রতিষেধক বলে চিহ্নিত এই ভ্যাকসিনের বর্তমান বাজারদর ২ হাজার টাকার আশেপাশে, অথচ 'বেঙ্গল অবস্টেট্রিক অ্যাণ্ড গায়ানাকোলজিক্যাল সোসাইটি' এই টিকা সম্পূর্ণ নিখরচায় দিতে চাইলেও সরকারী অনুদানে পরিচালিত বিদ্যালয়গুলোর পরিচালক সমিতি এবং অন্য কিছু 'শ্রেণী' এই মহতী কর্মকাণ্ডে মূর্তিমান বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে সংগঠনের তরফে একযোগে জানিয়েছেন, 'বিওজিএসকন ৪৯'-এর অধ্যক্ষ চিকিৎসক এম এম সামসুজ্জোহা, সচিব চিকিৎসক তুলিকা ঝা সহ অপর প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

প্রসঙ্গত উল্লেখ্য, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা" বা ' হু'-র বক্তব্য অনুযায়ী, "এখনই যদি 'ডায়াবেটিস', 'ক্যানসার'-এর মতো বিড়ম্বনা প্রদানকারী রোগের উপর প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ না করা যায়, তাহলে আগামী ভবিষ্যতে এই রোগ সমগ্র এশিয়া মহাদেশে আরো দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে।"

'বিওজিএস'-এর সদস্য ও সদস্যাদের মতে, "৯ থেকে ১৫ বছরের মেয়েদের গলা, পায়ুদ্বার, যোনী ও জননাঙ্গের ক্যানসারের প্রতিষেধক রূপে ছয় মাসের ব্যবধানে 'এইচ পি ভি ভ্যাকসিন'-এর দুটো ডোজ দিতে হয়।"

Comments