জানুয়ারীর শেষভাগে ব্যাঙ্গালোরে হতে চলেছে ধাতব যন্ত্র সংক্রান্ত এশিয়ার বৃহত্তর প্রদর্শনী ইমটেক্স ফর্মিং ২০২৬
কলকাতা (১৮ ডিসেম্বর ২৫):- ভারতের পূর্বাঞ্চলের শিল্পপতি ও সাধারণ উদ্যোগপতিদের ধাতব শিল্পের প্রতি দৃষ্টি আকর্ষণ এবং উদ্যোগস্থাপনের অনুরোধ করে এশিয়ার বৃহত্তর ধাতব শিল্প প্রদর্শনী 'ইমটেক্স ফর্মিং ২০২৬' (Imtex Forming 2026)-এর নির্ঘণ্ট প্রকাশ করল 'ইণ্ডিয়ান মেশিন টুল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন' (Indian Machine Tool Manufacturer's Association) সংক্ষেপে 'আই এম টি এম এ' (IMTMA)।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর এই মেলায় দেশ বিদেশের মোট ৬৫০-এর বেশি প্রদর্শক অংশগ্রহণ করেছিলেন এবং ওই মেলা থেকে ভারতীয় মুদ্রায় ৫৫০ কোটি টাকার বেশি ব্যবসা হয়েছিল।
আজ কলকাতায় 'আই এম টি এম এ'-র পক্ষ থেকে মহা নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জীবক দাশগুপ্ত (Jibak Dasgupta, Director General & CEO, IMTMA) জানিয়েছেন, "আগামী ২১ জানুয়ারী থেকে ২৫ জানুয়ারী 'ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এক্জিবিশন সেন্টার' (Bangalore International Exhibition Center)-এ আয়োজিত হতে চলেছে ধাতব শিল্পের উপর এশিয়ার বৃহত্তর প্রদর্শনী 'ইমটেক্স ফর্মিং ২০২৬'।"
আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "বিশ্বের ২২ টা দেশ থেকে ৬০০-র বেশি প্রদর্শক আসন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। ৪৬ হাজার বর্গমিটার জায়গা জুড়ে হতে চলা এই প্রদর্শনীতে বেলা ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কেনাবেচা চলবে।
প্রদর্শনীতে একদিকে যেমন বিভিন্ন সামগ্রীর আবরণ উন্মোচন তথা লোকার্পণ হবে, তেমনই থাকবে ধাতব শিল্প তথা শিল্পসংক্রান্ত নানাবিধ আলোচনা।"
'আই এম টি এম এ'-র তরফ থেকে জানানো হয়েছে, "করোনা অতিমারীর পরে ভারতে ধাতব নির্মাণ শিল্পে সন্তোষজনক প্রগতি লক্ষ্য করা গেলেও ধাতু তথা ধাতব যন্ত্র নির্মাণ শিল্পে পূর্বভারতের যোগদান নেই বললেই চলে, আশা করব দ্রুত বর্ধনশীল এই ব্যবসায় এবার পূর্ব ভারতের শিল্পপতি তথা উদ্যোগপতিরাও মনোনিবেশ এবং বিনিয়োগ করবেন।"


Comments
Post a Comment