কলকাতা (৪ ডিসেম্বর '২৫):- চিকিৎসা পরিষেবায় ৪২ বছর পূর্ণ করল অ্যাপোলো হসপিটালস চেন্নাই। বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে 'অ্যাপোলো হসপিটালস চেন্নাই'-এর তরফ থেকে আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে গোষ্ঠীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ইলন কুমারণ কল্যাণমূর্তি (Ilan Kumaran Kalianmoorthy, Group CEO, Apollo Hospitals Chennai) জানিয়েছেন, "এখন যে শল্য চিকিৎসাগুলো করাতে পশ্চিমবঙ্গের রোগীদের মাদ্রাজে যেতে হচ্ছে, অদূর ভবিষ্যতে সেই চিকিৎসাগুলো পশ্চিমবঙ্গের বুকেই প্রদান করবে 'অ্যাপোলো হসপিটালস চেন্নাই'।"
আজকের সাংবাদিক সম্মেলনে সংস্থার সহাধ্যক্ষ ও বরিষ্ঠ মহাপ্রবন্ধকের মাঝখানে বসে ইলন কুমারণ কল্যাণমূর্তি আরো বলেছেন, "রোবোটিক সার্জারি, এডভান্সড কার্ডিয়াক সায়েন্সেস, কোয়াটার্নারি ওঙ্কোলজি এবং অর্গান ট্রান্সপ্ল্যানটেশন-এর মতো বিষয়েই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিতেই দেশবিদেশের রোগীরা 'অ্যাপোলো হসপিটালস চেন্নাই'-এ গিয়ে থাকেন।"

Comments
Post a Comment