হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৩ ডিসেম্বর '২৫):- ভারতীয় ভ্রমণ ও পর্যটন ব্যাবসার উন্নতিকল্পে পথচলা শুরু করল 'ইন্দো ইন্টারন্যাশনাল টুরিজম চেম্বার অব কমার্স' (Indo International Tourism Chamber of Commerce) সংক্ষেপে 'আই আই টি সি সি' (IITCC)।
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান 'জর্জ টেলিগ্রাফ'-এর ব্যবস্থাপক নির্দেশক সুব্রত দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সংস্থার শুভ সূচনা করেন 'আই আই টি সি সি'-র পাঁচ প্রতিষ্ঠাতা অভিষেক চৌধুরী, কৃষ্ণপ্রসাদ বালচন্দ্রন, বিজয়কুমার চৌধুরী, রাজেন শর্মা ও কৌস্তভ দাস।
অনুষ্ঠান মঞ্চ থেকে সংস্থার প্রতীক উন্মোচনের পাশাপাশি আজ সংস্থার ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি রূপে নিজের বক্তব্য জানাতে গিয়ে 'জর্জ টেলিগ্রাফ'-এর ব্যবস্থাপক নির্দেশক সুব্রত দত্ত জানান, "আশা করব, এবার থেকে ভ্রমণ ও পর্যটন ব্যাবস্থার সাথে যুক্ত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনোরকম অন্যায় কর্মে লিপ্ত হয়, সেক্ষেত্রে 'আই আই টি সি সি' দোষী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দ্রুত সাজা প্রদানে সক্ষম হবে।"
বলে রাখা ভালো, এই মুহূর্তে 'আই আই টি সি সি'-র ছত্রছায়ায় রয়েছে প্রায় ৮০ টার সংস্থা, তবে 'আই আই টি সি সি'-র তরফ থেকে জোর দিয়ে বলা হয়েছে, "অতি দ্রুত এই পরিসংখ্যান তিন অঙ্কের ঘরে পৌঁছে যাবে।"


Comments
Post a Comment