জনতা দল ইউনাইটেডের হুগলি জেলার দায়িত্ব পেলেন সত্যনারায়ণ পাণ্ডে


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৯ ডিসেম্বর '২৫):- অধ্যক্ষ রূপে জনতা দল (ইউনাইটেড)-এর হুগলি জেলার দায়িত্ব পেলেন সত্যনারায়ণ পাণ্ডে। গত শনিবার অর্থাৎ ২৭ ডিসেম্বর তাঁর হাতে এই গুরুদায়িত্ব ন্যস্ত করেন সংগঠনের বরিষ্ঠ নেতা অশোককুমার দাস।

প্রসঙ্গত উল্লেখ্য, অশোককুমার দাস-এর উপস্থিতিতে গত শনিবার হুগলির শৈবতীর্থ তারকেশ্বর-এর নিকটবর্তী 'সদস্য সংগ্রহ অভিযান'-এর মধ্যস্থতায় শনিবার অর্থাৎ ২৭ ডিসেম্বর হুগলি জেলার বল্লভিপুর অঞ্চলে সত্যনারায়ণ পাণ্ডে কে প্রাথমিক সদস্যপদ দেওয়ার পাশাপাশি জেলার ভারও তুলে দেওয়া হয়।

শনিবার আসাদ আলী খন্দকার, ঋষি ঘোষাল, বিশ্বনাথ পুরকাইত, রঞ্জিত দাস, স্বপন দাস, শিবচন্দ্র পাঁজা সহ বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে হুগলী জেলার তারকেশ্বর, চুঁচুড়া ধানিয়াখালী, পুরশুরা বিধানসভা এলাকার বিভিন্ন ব্যক্তিকেও দলীয় প্রাথমিক সদস্যপদ প্রদান করা হয়।

তথ্যাভিজ্ঞ মহলের মতে, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে এভাবেই ধীরে ধীরে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে জনতা দল (ইউনাইটেড)-এর পশ্চিমবঙ্গ প্রদেশ শাখা।

সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানের মাধ্যমে জনতা দল (ইউনাইটেড)-এর বরিষ্ঠ নেতৃবৃন্দ বিহারের 'নীতিশ মডেল' সম্পর্কেও স্থানীয় বাসিন্দাদের ওয়াকিবহাল করেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, আগামী ২৩ জানুয়ারী পশ্চিমবঙ্গে নেতাজী জয়ন্তী পালন করবে জনতা দল (ইউনাইটেড)। 

Comments