কলকাতা (২২ ডিসেম্বর '২৫):- "কসবার 'জেনেসিস হসপিটাল' খোলা আছে আর রোজ শল্য চিকিৎসাও হচ্ছে," বলে আজ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন জেনেসিস হসপিটাল, কসবা-র অধ্যক্ষ এবং ব্যবস্থাপক নির্দেশক ডাঃ পূর্ণেন্দু রায় (Dr. Purnendu Roy, Chairman & Managing Director, Genesis Hospital, Kasba, Kolkata)।
ডাঃ রায় আজ তাঁর আইনজীবী জয়ন্ত মিত্র-র পাশে বসে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, "সংবাদমাধ্যমের ভ্রমাত্মক সংবাদের পরিপ্রেক্ষিতে জনগণের কাছে ভুল বার্তা পৌঁছেছে। আমাদের হাসপাতালের কর্মকাণ্ড আদপেও বন্ধ হয়নি।"
বলে রাখা ভালো, জনৈক প্রণব ঘোষ 'ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন' (Clinical Establishment Regulatory Commission)-এর কাছে একসময় 'জেনেসিস হসপিটাল, কসবা' (Genesis Hospital, Kasba)-র বিরুদ্ধে রোগীর পরিষেবা ও খরচ সংক্রান্ত কিছু অভিযোগ করেছিলেন।এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১২ ডিসেম্বর 'ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন' রোগীর ক্ষতিপূরণ বাবদ 'জেনেসিস হসপিটাল'-কে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালেও গত বছরের ১৬ ডিসেম্বর মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় (High Court, Kolkata) ওই আদেশের উপর একটা স্থগিতাদেশও জারি করেছিল।
পরবর্তীতে এই বছরের ১০ নভেম্বর 'ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন' পুনরায় রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (Director of Health Services)-কে এক নির্দেশ দিয়ে জানায়, "রোগীর পরিবারকে ক্ষতিপূরণের অর্থ না দিলে 'জেনেসিস হসপিটাল'-এর লাইসেন্স যেন বাতিল করে দেওয়া হয়।"
আজ সাংবাদিকদের কাছে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে ডাঃ রায় বলেছেন, "কলকাতা উচ্চ ন্যায়ালয়ে মামলা চলছে, পরবর্তী শুনানির আগে পর্যন্ত যাতে কোনো কিছু পদক্ষেপ না নেওয়া হয় সেকথাও আদালত জানিয়ে দিয়েছে।"
ডাঃ পূর্ণেন্দু রায় পরিস্কার ভাবে বলেছেন, "জেনেসিস হসপিটাল এখনো খোলা আছে, আজও আমি সাংবাদিক সম্মেলনে আসার আগে ১০টা শল্য চিকিৎসা করে এসেছি। দয়া করে ভুল খবরের চক্করে পড়ে ঘাবড়ে যাবেন না।"

Comments
Post a Comment