শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রককে সাথে নিয়ে এগোতে চাই : দীনেশ গোয়েল


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৬ ডিসেম্বর '২৫):- "আগামী দিনে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রককে সাথে নিয়ে এগোতে চাই," বলে স্পষ্টভাবে জানালেন ক্যাপেক্সিল'-এর 'বুক, পাবলিকেশন অ্যাণ্ড প্রিন্টিং প্যানেল'-এর নবনির্বাচিত অধ্যক্ষ দীনেশ গোয়েল (Mr. Dinesh Goyel, Chairman, Book, Publication & Printing Panel, CAPEXIL)। 'ক্যাপেক্সিল'-এর ৬৭তম বাৎসরিক সাধারণ সভা-য় সংবর্ধিত হওয়ার পর ব্যক্তিগত মতামত প্রকাশ করতে গিয়ে তিনি এই কথা জানান। 

আজ কলকাতায় 'ক্যাপেক্সিল'-এর ৬৭তম বাৎসরিক সাধারণ সভা-য় 'ক্যাপেক্সিল'-এর অধ্যক্ষ আর বীরমাণি (Mr. R Veermani, Chairman, CAPEXIL), সংস্থার অন্যতম উপাধ্যক্ষ তথা কলকাতা শাখার ভারপ্রাপ্ত প্রিয়াঙ্কা তরফদার (Priyanka Tarafdar, Dy.Director & Branch Head Kolkata, CAPEXIL) এবং অন্যতম উপাধ্যক্ষ সুনীল কুমার (Mr. Sunil Kumar, Dy.Director, CAPEXIL) সহ একাধিক পদস্থ ব্যক্তির উপস্থিতিতে শ্রী গোয়েলকে সম্মানিত করা হয়।

সম্প্রতি এক নির্বাচনের মাধ্যমে শ্রী গোয়েল রমেশকুমার মিত্তাল-এর স্থলাভিষিক্ত হয়েছেন। ব্যক্তিগত জীবনে দীনেশ গোয়েল 'গোয়েল ব্রাদার্স প্রকাশন'-এর নির্দেশক (Director, Goyel Brothers Prakashan)।

'ক্যাপেক্সিল' কর্তৃক সংবর্ধিত হওয়ার পর দীনেশ গোয়েল তাঁর জবাবি ভাষণে জানান, "ভারতের কোণায় কোণায় ছড়িয়ে আছে ঐতিহ্য ও জ্ঞান, এই সম্পদকে হেলায় নষ্ট করা যায় না। আগামী দিনে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রককে সাথে নিয়ে এগনোর চেষ্টা করব।"

স্ত্রী মীরা গোয়েল-এর পাশে দাঁড়িয়ে শ্রী গোয়েল সাংবাদিকদের সাথে কথোপকথন কালে বলেছেন, "ভারতের মতো দেশে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের শতভাগ বাণিজ্যিকরণ হওয়া বাঞ্ছনীয় নয়।"

দীনেশ গোয়েল দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, "ভারতের জাতীয় ও মানবসম্পদকে সুচারুভাবে কীভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আমাদের প্রত্যেককে আরো মনোনিবেশ করতে হবে। হাতে আমাদের কী সম্পদ আছে তার চিন্তা না করে আমাদের প্রত্যেককে ইচ্ছাশক্তি ও বিশ্বাস নিয়ে কাজ করতে হবে।"

বলে রাখা ভালো, ভারত সরকারের বাণিজ্য এবং শিল্প মন্ত্রক (Ministry of Commerce & Industry, Government of India)-এর অধীন অলাভজনক সংস্থা রূপে নথিবদ্ধ আছে 'কেমিক্যাল অ্যাণ্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টস প্রোমোশন কাউন্সিল' (Chemical & Allied Products Export Promotion Council) সংক্ষেপে 'সিএপিইএক্সআইএল' (CAPEXIL)।


Comments