হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৩ ডিসেম্বর '২৫):- গত ২১ ডিসেম্বর এক ঝটিকা সফরে কলকাতা ঘুরে গেলেন 'অ্যাপোলো হসপিটাল, চেন্নাই'-এর বরিষ্ঠ পরামর্শদাতা চিকিৎসক তথা সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক ও রোবটিক সার্জন ডাঃ জে কে এ জামিল।
ডাঃ জামিল 'অ্যাপোলো চেন্নাই'-এর কলকাতা শাখায় সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন রোগী দেখার পাশাপাশি সংস্থার পূর্বাঞ্চলের উপ মহানির্দেশক ডাঃ নারায়ণ মিত্র-র পাশে বসে সাংবাদিকদের সাথেও সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।

Comments
Post a Comment