মহাপ্রসাদ বিতরণের কমিশন মূল্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন্স
কলকাতা (২২ ডিসেম্বর '২৫):- আজ 'প্রেস ক্লাব কোলকাতা'-য় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রেশন ব্যবস্থার মাধ্যমে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের কমিশন বাবদ প্রাপ্ত অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা করল 'ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন্স' (West Bengal M.R. Dealers' Associations)।
আজ 'ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন্স'-এর রাজ্য সভাপতি সন্তোষ গোস্বামী ও অন্য পদাধিকারীদের পাশে বসিয়ে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক হাজী হাসান উল্লাহ নস্কর জানান, "প্রসাদ বিতরণের কমিশন বাবদ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ১ কোটি ৮৩ লাখ টাকা দান করবে 'ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন্স'।"
আজ মৌলালীর 'রাজ্য যুব কেন্দ্র'-এ 'ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন্স'-এর এক সফল সমাবেশের পর হাজী হাসান উল্লাহ নস্কর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের আরো জানিয়েছেন, "আগামী দিনে রাজভবনে ১৪ দফা দাবি সহ এক দাবিপত্র পেশ করতে চলেছে সংগঠন।"
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের কিছু ডিলার 'দুয়ারে রেশন'-এর বিপক্ষে আদালতের দ্বারস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে উদ্ভুত সমস্যার উপর নিজেদের ক্ষোভ প্রকাশ করে সংগঠন বলেছে, "দুয়ারে রেশন বন্ধ হয়ে গেলে রাজ্যের জনগণের পাশাপাশি সরাসরি প্রভাবিত হবেন রাজ্যের ১৯,৮৯৫ জন রেশন ডিলার। পশ্চিমবঙ্গ সরকার সদর্থকভাবেই এর বিরোধিতা করে আদালতে গেছে, আমরা সরকারের সাথে সমস্ত রকম সহযোগিতা করছি।"

Comments
Post a Comment