কলকাতা (২১ ডিসেম্বর '২৫):- ভারতীয় চিকিৎসা যন্ত্র নির্মাতা 'মেরিল লাইফ সায়েন্সেস' (Meril Life Sciences)-এর তৈরি 'মাইক্লিপ ট্রান্সক্যাথেটার এজ টু এজ রিপেয়ার' সংক্ষেপে 'মাইক্লিপ টীর' (MyCLIP TEER) পদ্ধতি ব্যবহার করে পূর্বভারতে প্রথম ট্রান্সক্যাথেটার মাইট্রাল এবং ট্রাইকাসপিড ভালভ (Transcatheter Mitral & Tricuspid Valve)-এর শল্যচিকিৎসা সম্পন্ন করল 'মণিপাল হাসপাতাল', কলকাতা (Manipal Hospital, Kolkata)।
'মণিপাল হাসপাতাল'-এর বক্তব্য অনুযায়ী, "হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিলীপকুমার (Dr. Dilip Kumar & Team)- এর নেতৃত্বে এক দল চিকিৎসক ও সেবাকর্মী জনৈক রামস্বরূপ (৬০)-এর উপর 'মাইক্লিপ টীর' পদ্ধতি ব্যবহার করে তাঁকে সুস্থ করে তুলেছেন।"
'মণিপাল হাসপাতাল', কলকাতা সূত্রে জানানো হয়েছে, "শল্য চিকিৎসার সময় 'মেরিল লাইফ সায়েন্সস'–এর তৈরি 'মাইক্লিপ টীর' নামক দেশীয় ট্রান্সক্যাথেটার পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।"
হাসপাতাল সূত্রে বলা হয়েছে," জনৈক রামস্বরূপ জটিল কার্ডিয়াক প্রোফাইল নিয়ে এসেছিলেন, যার মধ্যে ছিল গুরুতরভাবে হ্রাসপ্রাপ্ত বাম ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন ২৫ শতাংশ সহ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, গুরুতর মাইট্রাল রিগারজিটেশন, গুরুতর ট্রাইকাসপিড রিগারজিটেশন, পালমোনারি হাইপারটেনশন এবং সেই সঙ্গে সামান্য করোনারি আর্টারি রোগ ও উচ্চ রক্তচাপ। রোগীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় ওপেন হার্ট সার্জারি করা নিরাপদ মনে করা হয়নি।
মাইক্লিপ হল 'মেরিল লাইফ সায়েন্সেস'-এর তৈরি দেশীয় 'মাইট্রাল ট্রান্সক্যাথেটার এজ-টু-এজ রিপেয়ার' থেরাপি, যা এই রোগীর চিকিৎসা সফল করতে সাহায্য করেছে। এটাই পূর্ব ভারতে সফলভাবে সম্পন্ন হওয়া প্রথম মাইক্লিপ এমটিইইআর পদ্ধতি।
রামস্বরূপের চিকিৎসার মাধ্যমে পূর্বভারতে এই প্রথম ভারতীয় নকশায় ভারতে নির্মিত যন্ত্রের মাধ্যমে 'মাইক্লিপ টীইইআর' পদ্ধতি ব্যবহার করে সফল ভাবে 'ট্রাইকাসপিড ভালভ' চিকিৎসা করা হলো।
এই পদ্ধতি গ্রহণের ফলে প্রথাগত ভাবে বুক না কেটে ফেমোরাল ভেনাস অ্যাক্সেসের মাধ্যমে শল্য চিকিৎসা সম্পন্ন হয়েছে।
এই পদ্ধতিতে মাইক্লিপ (এলডব্লিউ-১২/৬) ডিভাইস ব্যবহার করে গুরুতর মাইট্রাল রিগারজিটেশনকে একটি নগণ্য মাত্রায় নামিয়ে আনা হয়েছে এবং সামগ্রিক ভাবে ভালভের কার্যকারিতা উন্নত করা হয়েছে।
এই চিকিৎসার আগে, রোগীর সামান্য কার্যকলাপেই শ্বাস-প্রশ্বাসে কষ্ট হতো, অতিরিক্ত ক্লান্তি ছিল, শ্বাসকষ্টের কারণে সোজা হয়ে শুতে অসুবিধা হতো, ঘুমাতে সমস্যা হতো এবং বুকে চাপ অনুভব করতেন, যা তাঁর দৈনন্দিন কার্যকারিতাকে মারাত্মক ভাবে প্রভাবিত করেছিল। চিকিৎসা পদ্ধতির পরে, তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, কারণ তিনি সহজে শ্বাস নিতে পারছিলেন, ঠিকমতো ঘুমাতে পারছিলেন, ব্যথা ছিল খুব কম, এবং হাসপাতাল থেকে ছাড়ার আগে তাঁর স্বাস্থ্য স্থিতিশীল ছিল।"
এই সফল প্রক্রিয়াটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডাঃ দিলীপ কুমার বলেছেন, “যে সব রোগীদের ক্ষেত্রে প্রথাগত শল্য চিকিৎসা ঝুঁকিপূর্ণ হতে পারে সেরকম রোগীদের ক্ষেত্রে 'ট্রান্সক্যাথেটার ভাল্ভ রিপেয়ার'-এর প্রয়োজন হয়।"
প্রসঙ্গত উল্লেখ্য, 'মাইক্লিপ' হল ভারতের প্রথম ট্রান্সক্যাথেটার এজ-টু-এজ রিপেয়ার সমাধান, যা গুরুতর মাইট্রাল রিগারজিটেশনে আক্রান্ত রোগীদের জন্য তৈরি। এই যন্ত্র মাইট্রাল ভাল্ভগুলো বন্ধ করতে সাহায্য করে এবং এইভাবে মাইট্রাল ভাল্ভে রক্তের বিপরীত প্রবাহরোধ করে। এটা বয়স্ক বা অস্ত্রোপচারের অনুপযোগী রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জীবনযাত্রার কার্যকারিতার ক্ষেত্রে এই পদ্ধতি বড়ো সহায়ক হতে পারে।

Comments
Post a Comment