কলকাতা (২ ডিসেম্বর ২৫) :- 'এমফিন' ও সা-ধন' সহ অপর দুই সংস্থার সহযোগিতা নিয়ে আলিপুরের 'ধনধান্য অডিটোরিয়াম'-এ ক্ষুদ্র ঋণের ১০ম পূর্ব ভারত শীর্ষ সম্মেলন ২০২৫ (10th Eastern India Microfinance Summit 2025) আয়োজন করতে চলেছে 'অ্যাসোসিয়েশন অব মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনস ওয়েস্ট বেঙ্গল' (Association of Microfinance Institutions West Bengal) সংক্ষেপে 'এএমফিআই - ডাব্লুবি' (AMFI-WB)।
আজ 'প্রেস ক্লাব কলকাতা'-য় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে 'এএমফিআই - ডাব্লু বি'-র অধ্যক্ষ মনোজ নাম্বিয়ার (Manoj Nambier, Chairman, AMFI-WB) জানান, "বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ঋণকে পুনরায় ভাবা (Reimagining Microfinance towards Viksit Bharat)-র বিষয়কে নজরে রেখে আগামী ১০ ডিসেম্বর 'ধনধান্য অডিটোরিয়াম'-এ আয়োজিত হতে চলেছে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাদের পূর্ব ভারতের দশম শীর্ষ সম্মেলন।"
অধ্যক্ষ-র সাথে যোগ্য সঙ্গত করে আয়োজক সংস্থার সচিব কার্ত্তিক বিশ্বাস (Kartik Biswas, Secretary AMFI-WB) বলেছেন, "রিজার্ভ ব্যাঙ্কের ছত্রছায়ায় থাকা 'এএমফিআই - ডাব্লুবি'-র উদ্যোগ ও আয়োজনে পূর্ব ভারতের দশম শীর্ষ সম্মেলনে অর্থ লগ্নিকারী বিভিন্ন সংস্থা সহ রাজ্য প্রশাসনের বিত্ত বিভাগের বেশ কিছু বরিষ্ঠ পদাধিকারী উপস্থিত থাকবেন। এক দিনের এই শীর্ষ সম্মেলনে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর নানাবিধ অসুবিধার উপর আলোকপাত করে সেগুলো থেকে কীভাবে উদ্ধার পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে।"



Comments
Post a Comment