শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউটের সাথে গাঁটছড়া বেঁধে ভ্রাম্যমান চক্ষু পরিষেবা যানের যাত্রারম্ভ করল কগনিজেন্ট ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৯ ডিসেম্বর '২৫):- 'শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউট'-এর সাথে গাঁটছড়া বেঁধে উত্তর ২৪ পরগনা ও কলকাতায় বসবাসকারী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে 'সবার জন্য দৃষ্টি' কার্যক্রমের আওতায় 'ভ্রাম্যমান চক্ষু পরিষেবা যান'-এর যাত্রা শুরু করল 'কগনিজেন্ট ফাউণ্ডেশন'।

কলকাতা নগরপালিকার উপ মহানাগরিক এবং বিধায়ক অতীন ঘোষ, বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) ডাঃ অনুপম ভট্টাচার্য, 'কগনিজেন্ট কলকাতা'-র কেন্দ্র প্রধান তথা সহাধ্যক্ষ সৈয়দ সাজিদ হুসেন, বরিষ্ঠ নির্দেশক মৃণাল শর্মা, বরিষ্ঠ প্রবন্ধক সৈয়দ তানভীর হুসেন, সহযোগী নির্দেশক অর্পিতা চক্রবর্তী এবং 'শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউট'-এর নির্দেশক ডাঃ শিবাশিস দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজ দুপুরে আধুনিক যন্ত্রপাতিতে সুসুজ্জিত এক ভ্রাম্যমান চক্ষু পরীক্ষা ও পরিষেবা যান'-এর উদ্বোধন করা হয়।

'সবার জন্য দৃষ্টি' পরিষেবা প্রদানকারী দুই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "পরিষেবা প্রদানকারী অত্যাধুনিক এই ভ্রাম্যমান যানে 'রেটিনাল ইমেজিং মেশিন', 'নন কনট্যাক্ট টোনোমিটার', 'ডিজিটাল অটো-রিফ্রাক্টোমিটার' সহ নানাবিধ যন্ত্রপাতি রয়েছে।

পরিষেবা প্রদানকারী সংস্থারা আশা করছে এর ফলে 'ডায়াবেটিক রেটিনোপ্যাথি', 'গ্লুকোমা', সহ রেটিনা সংক্রান্ত অন্যান্য চক্ষুরোগের উপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব হবে।


Comments