কলকাতা (১৫ ডিসেম্বর '২৫):- সমগ্র দেশ সহ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আয়ুর্বেদিক সামগ্রীকে জনপ্রিয় করে তোলার জন্য ভারতের ২০ টা প্রমুখ শহরের পাশাপাশি পশ্চিমবঙ্গেও 'আয়ুর্বেদ সংবাদ'-এর আয়োজন করেছে ভারতের অন্যতম আয়ুর্বেদিক সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড' (Dabur India Limited)।
আজ কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে গবেষণারত গবেষক, আয়ুর্বেদিক চিকিৎসক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে 'আয়ুর্বেদ সম্ভাষণ' নামাঙ্কিত এক আলাপচারিতা সম্পন্ন করল 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'।
'আয়ুর্বেদ সম্ভাষণ'-কে ভাবনায় রেখে অনুষ্ঠিত 'আয়ুর্বেদ সংবাদ'-এর বিষয়ে সাংবাদিকদের কথা বলতে গিয়ে 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর তরফ থেকে চিকিৎসক ভুবনেশ্বর পাণ্ডে (Dr. Bhubaneswar Pandey) জানিয়েছেন, "কলকাতা সহ পশ্চিমবঙ্গের জনগণের কাছে কীভাবে আরো বেশি করে আয়ুর্বেদ শাস্ত্র ও আয়ুর্বেদিক সামগ্রীকে সার্বিকভাবে জনপ্রিয় করে তোলা যায়, সেই বিষয়েই মূলতঃ চর্চা হবে।"
অপরদিকে 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর পূর্ব ভারতের বিক্রয় বিভাগের প্রধান রঞ্জন ব্যানার্জি (Ranjan Banerjee, Sales Head, Dabur India Limited) জানিয়েছেন, "এই মুহূর্তে সমগ্র দেশে আয়ুর্বেদিক ওষুধ ও সামগ্রী বিক্রয়কারীরা বছরে ২০ হাজার কোটি টাকার ব্যবসা করছে, এর দশমাংশ অর্থাৎ ২ হাজার কোটি টাকার ব্যবসা হয় পশ্চিমবঙ্গ থেকে।
কিন্তু ব্যবসাটাই তো বড়ো কথা নয়, আয়ুর্বেদিক ওষুধ ও অন্যান্য সামগ্রীর কাঁচামাল রূপে বিভিন্ন ওষুধী গাছ কীভাবে আরো বেশি করে চাষ করা যায় বা তার রূপরেখা খোঁজার চেষ্টা করা হবে এইধরণের আলোচনা চক্র থেকে।"
সাংবাদিকদের সাথে আলাপকালে 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর তরফে কর্পোরেট কমিউনিকেশন প্রবন্ধক দীনেশ কুমার (Dinesh Kumar, Corporate Communication Manager, Dabur India Limited) ও উপস্থিত ছিলেন।


Comments
Post a Comment