হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৪ ডিসেম্বর '২৫):- '৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা'-র প্রাক্কালেই রবি অনুরাগী পাঠকদের রসাস্বাদনের জন্য প্রকাশিত হতে চলেছে ডঃ শিবানী বন্দ্যোপাধ্যায়-রচিত 'রবি করে নবরূপে বঙ্গ দর্শন'।
সম্প্রতি এক ভিডিও বার্তায় লেখিকা জানিয়েছেন, "রবীন্দ্রনাথ তাঁর জীবদ্দশায় নানান পত্রপত্রিকা সম্পাদনা করেছেন। সম্পাদক রূপে বিশ্বকবি রবীন্দ্রনাথ কেমন ছিলেন সেটাই ছিল ছাত্রীজীবনে আমার গবেষণার বিষয়। কয়েক দশক বাদে সেই গবেষণা পত্রটাই এবার পুস্তক আকারে প্রকাশিত হতে চলেছে।"
তথ্যাভিজ্ঞ মহলের মতে বর্তমানে মুদ্রকের ঘরে যন্ত্রস্থ রয়েছে এই গবেষণা পত্র। আসন্ন 'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা'-র আগেই 'কালিকলম' থেকে মুক্তি পেতে চলেছে তথ্য সমৃদ্ধ এই পুস্তক।


Comments
Post a Comment