ধনধান্য অডিটোরিয়ামে হয়ে গেল পূর্ব ভারতের দশম ক্ষুদ্র ঋণ সম্মেলন


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১০ ডিসেম্বর ২৫) :- 'অ্যাসোসিয়েশন অব মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনস ওয়েস্ট বেঙ্গল' (Association of Microfinance Institutions West Bengal) সংক্ষেপে 'এএমএফআই - ডাব্লুবি' (AMFI-WB)-র উদ্যোগে এবং 'এমফিন' ও সা-ধন' সহ অপর দুই সংস্থার সহযোগিতায় আজ আলিপুরের 'ধনধান্য অডিটোরিয়াম'-এ সম্পন্ন হল ক্ষুদ্র ঋণের ১০ম পূর্ব ভারত শীর্ষ সম্মেলন ২০২৫ (10th Eastern India Microfinance Summit 2025)।

'বন্ধন ব্যাঙ্ক'-এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আজ সম্মেলন কক্ষে 'ক্ষুদ্র ঋণ'-এর বর্তমান সমস্যা ও সমাধানের বিষয়ে একাধিক বিষয় আলোচনা করা হয়। 

প্রসঙ্গত উল্লেখ্য, 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে ২০৪৭ সালকে পাখির চোখ করে ক্ষুদ্র ঋণকে পুনরায় ভাবা (Reimagining Microfinance towards Viksit Bharat)-র বিষয়কে প্রাধান্য দিয়েই এই সম্মেলন আহ্বান করা হয়েছিল।

সম্মেলনের চা বিরতি চলাকালীন 'জনকল্যাণ'-এর ব্যবস্থাপক নির্দেশক অলোক বিশ্বাস (Alok Biswas, Managing Director, Janakalyan)সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আগামী দিনে ভারতের নিম্ন আয়ের পরিবারগুলোকে এবং মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে আর কী কী ধনাত্মক ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়ে এই সম্মেলনে আলোকপাত করা হবে।"

প্রসঙ্গত বলে রাখা ভালো, সর্বভারতীয় প্রেক্ষাপটের নিরিখে 'ক্ষুদ্র ঋণ' ব্যবস্থা এখনো লক্ষ্যমাত্রার ৩০ শতাংশেও পৌঁছাতে পারেনি, যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 'ক্ষুদ্র ঋণ' আর মাত্র ২ শতাংশ সফলতা পেয়ে লক্ষ্যমাত্রার ৩২ শতাংশে দাঁড়িয়ে আছে।

দেশে 'ক্ষুদ্র ঋণ প্রকল্প' চালু হওয়ার এতদিন পরেও 'হার মানা হার' থেকে 'সফলতার বিজয়মাল্য' নিজেদের গলায় ঝোলার আশায় দেশের অর্থলগ্নিকারী বিভিন্ন সংস্থাকে তাদের আরো বেশি করে সুবিধাদানের আগ্রহ প্রকাশ করেছে 'এএমএফআই - ডাব্লুবি'।



Comments