হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২ ডিসেম্বর '২৫):- গতকাল আনুষ্ঠানিকভাবে সর্বশেষ লিনিয়ার অ্যাক্সিলারেটর ইভো (Evo) বাজারজাত করার ঘোষণা করল 'ইলেক্টা' (Elekta)।
যদিও গত ২৭ থেকে ৩০ ডিসেম্বর কলকাতার বুকে সংগঠিত হয়ে যাওয়া 'অ্যাসোসিয়েশন অব রেডিয়েশন ওঙ্কোলজিস্টস অব ইণ্ডিয়া'-র ৪৫ তম বাৎসরিক জাতীয় সমাবেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর 'ইভো'-র প্রদর্শন করেছিল 'ইলেক্টা'।
'ইলেক্টা'-র পক্ষ থেকে টিমিয়া-র প্রধান ফেরাস আল হাসান জানিয়েছেন, "বিকিরণ সংক্রান্ত আধুনিক চিকিৎসা আরো বেশি সুন্দর ও দক্ষতার সাথে করতে পারবে 'ইভো'।"
অপরদিকে ইলেক্টা-র ভারতীয় উপমহাদেশের সহাধ্যক্ষ ও প্রধান শঙ্কর শেষাদ্রি বলেছেন, "অত্যাধুনিক এই যন্ত্র চিকিৎসার মানের সাথে কোনোরকম আপোস না করে আরো বেশি রোগীর চিকিৎসা করতে সহায়ক হবে।"

Comments
Post a Comment