শ্রীনগরে চলছে পঞ্চম কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৪ নভেম্বর '২৫):- এই মুহূর্তে ভূস্বর্গ রূপে চিহ্নিত কাশ্মীর-এর শ্রীনগর (Srinagar)-এ উৎসাহ ও উদ্দীপনার সাথে চলছে পঞ্চম 'কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল' (5th Kashmir World Film Festival)।

গত শনিবার অর্থাৎ ১ নভেম্বর অপরাহ্ণ ৩ টায় শ্রীনগরের 'টেগোর হল'-এ মুম্বইয়ের চলচ্চিত্র পরিচালক শিশির শর্মা-র ছবি দেখিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী এই চলচ্চিত্র উৎসব।

ঘোষিত সৃচী অনুযায়ী আগামী শুক্রবার অর্থাৎ ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।

চলচ্চিত্র উৎসব সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পঞ্চম 'কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল'-এর নির্দেশক মুস্তাক আলী আহমেদ খান (Mustaque Ali Ahmed Khan, Director, 5th Kashmir World Film Festival) জানিয়েছেন, "এই বছর ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার ১২৩ টা চলচ্চিত্র সহ বাংলাদেশ, মিশর, জার্মানি, ইরান, নেপাল, প্যালেস্টাইন, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের মতো ১২ টা দেশ থেকেও ছবি এসেছে।

ঝাড়াই বাছাইয়ের পর এই বছর প্রতিযোগিতার জন্য ৫৫ টা ও প্রতিযোগিতা বহির্ভূত আরো ৫ টা নিয়ে মোট ৬০ টা ছবি প্রদর্শিত হবে।

এই বছর ফিচার ফিল্ম, ফিচার লেংথ ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, শর্ট ডকুমেন্টারি, অ্যানিমেশন ফিল্ম, ছাত্রছাত্রীদের নির্মিত চলচ্চিত্র ও পরীক্ষামূলক চলচ্চিত্রের মতো ৭ টা বিভাগে মোট ৬০ টা চলচ্চিত্র প্রদর্শিত হবে, প্রতিযোগিতামূলক প্রদর্শনীর শেষে প্রতি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের সম্মানিত করবেন 'চলচ্চিত্র উৎসব'-এর সম্মানিত জুরিবৃন্দ।"

বলে রাখা ভালো, পঞ্চম 'কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল'-এ প্রতিযোগিতামূলক চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি মনোজ্ঞ আলোচনা চক্র ও চলচ্চিত্র শিক্ষামূলক পর্বও থাকছে।

ইতিমধ্যে বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেতা রাজা মুরাদ, অভিনেত্রী মধু ভাণ্ডারকর সহ অনেক বিশিষ্ট ব্যক্তি পরিদর্শন করেছেন উৎসব স্থল।

Comments