হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২০ নভেম্বর '২৫):- আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ নভেম্বর থেকে থাইল্যাণ্ডের পাট্টায়া (Pattaya Thailand)-য় শুরু হতে চলা 'ইউনাইটেড ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাণ্ড ফিটনেস ফেডারেশন' (United World Sports & Fitness Fedaration) সংক্ষেপে 'ইউ ডাব্লু এস এফ এফ' (UWSFF)-এর ভারোত্তলন বিভাগে অংশগ্রহণ করতে চলেছে কলকাতার উদীয়মান মহিলা ভারোত্তলক অদিতি নন্দী (Adity Nandy, Female Powerlifter)।
প্রতিযোগিতায় বিশ্ব সেরা হতে গেলে অদিতিকে স্কোয়াট্স (Squats), ডেডলিফ্টস (Deadlifts) এবং বেঞ্চ প্রেস (Bench Press)-এর মতো বিভাগে তাঁর সেরা নৈপুণ্যটা তুলে ধরতে হবে।
প্রতিযোগিতায় যোগদানের আগে অদিতি নন্দী জানিয়েছেন, "দেশের হয়ে বিশ্ব ক্রীড়া মঞ্চে যোগদানের সুযোগ পেয়ে আমি কৃতার্থ, আমি আমার সেরাটুকু মেলে ধরার চেষ্টা করব।"


Comments
Post a Comment