কলকাতা (১৯ নভেম্বর '২৫):- 'এস আই আর' বা 'স্পেশাল ইন্টেনসিভ রিভিশন' নিয়ে সমগ্র ভারত যখন উত্তাল ঠিক তখন ২০২৬-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভারতের সর্বোচ্চ আদালতের এক রায়ের পরিপ্রেক্ষিতে 'নো ডগ নো ভোট'-এর আহ্বান জানালেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর পরিচিত মুখ তথা তৃণমূল ঘনিষ্ঠ বর্ষীয়ান অভিনেত্রী দেবশ্রী রায়।
গতকাল 'দেবশ্রী রায় ফাউণ্ডেশন'-এর তরফে আহূত এক সাংবাদিক সম্মেলনে কুকুরদের বিপক্ষে যাওয়া সর্বোচ্চ আদালতের এক রায়ের পরিপ্রেক্ষিতে নিজের সংস্থার মনোভাব জানাতে গিয়ে দেবশ্রী রায় পশ্চিমবঙ্গে 'নো ডগ নো ভোট'-এর আহ্বান জানান।
'দেবশ্রী রায় ফাউণ্ডেশন'-এর তরফ থেকে 'নো ডগ নো ভোট'-এর আহ্বানের পরিপ্রেক্ষিতে সমাজে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সারমেয় প্রেমী মুষ্টিমেয় জনগণ যখন এই আহ্বানে উদ্বেলিত হয়ে উঠেছেন, ঠিক তখন দেশ তথা রাজ্যের বৃহত্তর জনগোষ্ঠীর একাংশ বলতে শুরু করেছেন, "দেশের অভ্যন্তরে প্রতিমুহূর্তে চোরাশিকারিদের আক্রমণের শিকার হচ্ছে বন্যপ্রাণী। সরকারের অদূরদর্শিতা ও প্রশাসনের ভাতঘুমের কারণে প্রতিদিন বেজি থেকে বাঘ, পাখি থেকে হাতি-র মতো পশুর জীবন সঙ্কটের মুখে পড়ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য পশুকেও সচরাচর চোখে পড়ে না। এমতাবস্থায় দেবশ্রী রায় সব ছেড়ে কেন যে শুধু কুকুর নিয়ে পড়লেন, সেটাই বোধগম্য হচ্ছে না।"
পশ্চিমবঙ্গের বৃহত্তর সমাজ আগ্রহ প্রকাশ করে জানিয়েছেন, "শুধু কুকুর নয় এর সাথে সমস্ত বন্যপ্রাণীদের সুরক্ষার বিষয়টাও ভাবা দরকার।"
ছবি : দেবব্রত রায়চৌধুরী

Comments
Post a Comment