মোহনবাগানীদের নিজস্ব অনুষ্ঠান এল সেইলিজো টু পয়েন্ট জিরোতে গান গাইবেন নচিকেতা


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৭ নভেম্বর '২৫):- শতাব্দী প্রাচীন ক্রীড়া সংগঠন 'মোহনবাগান' (Mohunbagan)-এর নিজস্ব অনুরাগী সংগঠন (Official Fans Club) 'মেরিনার্স ডি হার্টস' (Meriners De Hearts)-এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান 'এল সেইলিজো টু পয়েন্ট জিরো' (EL SAILIJO 2.0)-তে গান গাইবেন স্বনামধন্য কণ্ঠসঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী।

আজ দক্ষিণ কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানিং সংস্থা 'আইকনিক'-এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে 'মেরিনার্স ডি হার্টস'-এর তরফ থেকে অধ্যক্ষ অরিন্দম মল্লিক জানান, "আগামী ২৯ নভেম্বর 'মহাজাতি সদন'-এ আয়োজিত হতে চলেছে মোহনবাগান ক্লাবের 'নিজস্ব অনুরাগী সংগঠন'-এর দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 'এল সেইলিজো টু পয়েন্ট জিরো'। অনুষ্ঠানে নচিকেতার পাশাপাশি অনুষ্ঠান পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অভীক মুখার্জি এবং জি বাংলা সিজন ইলেভেন-এর চূড়ান্ত পর্বের গায়ক সহ আরো অনেকে।"

মোহনবাগান ক্লাবের 'নিজস্ব অনুরাগী সংগঠন'-এর অধ্যক্ষ আরো জানিয়েছেন, "এই অনুষ্ঠান মোহনবাগানীদের নিজস্ব অনুষ্ঠান হলেও উৎসাহী শ্রোতারা ৪৯৯ টাকা দিয়ে টিকিট কেটে অনুষ্ঠানের আনন্দ নিতে পারবেন।"

আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'মেরিনার্স ডি হার্টস'-এর সচিব অভিষেক মজুমদার জানান, "সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি তথা মোহনবাগান ক্লাবের নিজস্ব অনুরাগী সংগঠন রূপে 'মোহনবাগান ক্লাব' থেকে স্বীকৃতি আদায়ের প্রথম বর্ষ উপলক্ষ্যে আয়োজিত হচ্ছে 'এল সেইলিজো টু পয়েন্ট জিরো'। 

শ্রী মজুমদার আরো বলেন, "২০২৩ সালে একটা ফেসবুক পেজ বানানোর মাধ্যমে শুরু হয় এই সংগঠনের পথচলা, পরে তৈরি হয়েছিল আমাদের হোয়াটসএপ গ্রুপ। 

আমাদের সংগঠনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের অক্টোবর মাসে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে আমাদের নিজস্ব অনুরাগী সংগঠন বা 'অফিসিয়াল ফ্যান্স ক্লাব'-এর স্বীকৃতি দেওয়া হয়েছে।

ইতিমধ্যে আমাদের সংগঠন 'মেরিনার্স ডি হার্টস'-এর সদস্য সংখ্যা রয়েছে প্রায় চার শতাধিক, অপরদিকে আমাদের ফেসবুক পেজ-এর সদস্য সংখ্যা পৌঁছে গেছে সাড়ে ১১ হাজারে।"

                  আলোকচিত্রী : মাহাতাব চৌধুরী (তুহিন)


Comments